Home /News /national /

১ অক্টোবর থেকে খুলছে সিনেমা হল? জানুন সঠিক তথ্য

১ অক্টোবর থেকে খুলছে সিনেমা হল? জানুন সঠিক তথ্য

Representative Image

Representative Image

প্রতিটি আনলকে নতুন নতুন গাইডলাইন প্রকাশ করা হচ্ছে সরকারি তরফে৷ এরই মধ্যে জোর জল্পনা শুরু হয় যে অক্টোবরে ১ তারিখ থেকে খুলে যাবে সিনেমা হল!

 • Share this:

  #নয়াদিল্লি: লকডাউনের ফলে বন্ধ হয়েছিল সিনেমা হল৷ আনলক পর্ব শুরু হতেই ধীরে ধীরে খুলেছে অনেক ক্ষেত্র৷ শপিং মল, জিম এমন অনেক কিছুরই দরজা খুলেছে৷ তবে এখনও বন্ধ সিনেমা হল৷ বড়পর্দায় ছবি দেখার স্বাদ এখনও মিটছে না৷ দুধের স্বাদ ঘোলে মেটানোর মতো ওটিটি প্ল্যাটফর্মেই ছবি দেখে মনকে সান্ত্বনা দিচ্ছেন সিনেমাপ্রেমীরা৷

  প্রতিটি আনলকে নতুন নতুন গাইডলাইন প্রকাশ করা হচ্ছে সরকারি তরফে৷ এরই মধ্যে জোর জল্পনা শুরু হয় যে অক্টোবরে ১ তারিখ থেকে খুলে যাবে সিনেমা হল! খবর ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায় যে করোনা নিয়মাবলী মেনে দেশজুড়ে সিনেমা হল খোলার অনুমতি দিয়েছে কেন্দ্র৷ এরপরই শোরগোল পড়ে যায়৷ কারণ মার্চ মাস থেকে বন্ধ রয়েছে সিনেমা হলগুলি৷

  একদিকে যেমন দর্শক হলমুখো হতে পারছেন না, তেমনই সিনেমার সঙ্গে যুক্ত অনেকের বিপুল আর্থিক ক্ষতি হচ্ছে৷ হল মালিক থেকে শুরু করে কর্মচারী সকলের একপ্রকার আয় বন্ধ৷ অন্যদিকে একের পর এক ছবি তৈরি হয়ে পড়ে রয়েছে যা হলে মুক্তি পেতে পারছে না৷ লোকসান হচ্ছে প্রযোজকদেরও৷ বিশেষ করে পুজোর সময় দেশজুড়ে বড় ব্যানারের সিনেমা রিলিজ করার রীতি রয়েছে৷ সে আশাও খুব একটা দেখছেন না কেউই৷ তাই হল খোলার খবরটি সামনে আসতেই চাঞ্চল্য তৈরি হয়৷ মুহূর্তে এই মেসেজটি ভাইরাল হয়ে যায়৷ তবে শেষ পর্যন্ত জানা গিয়েছে যে এটি ভুয়ো খবর৷

  আরও পড়ুন শ্যুটিং করতে করতেই হার্ট অ্যাটাকে মৃত্যু ৪৪ বছরের অভিনেতার! লুটিয়ে পড়লেন ফ্লোরে...

  সরকারি সংবাদ সংস্থা পিআইবি এটি ফ্যাক্ট চেক করে জানিয়ে দেয় যে এই খবরের কোনও সত্যতা নেই৷ ১ অক্টোবর থেকে হল খোলার কোনও অনুমতি দেয়নি সরকার৷ তবে দেশজুড়ে বিশেষ করে উত্তর ও দক্ষিণ ভারতের হল মালিকরা সরকারের কাছে আর্জি জানিয়েছেন যাতে দশেরার সময় সিনেমা হল খোলার অনুমতি দেয় সরকার৷ সেই খবরটিই ভুলভাবে ছড়িয়ে পড়েছে সর্বত্র, যার ফলে সাধারণ মানুষের মধ্যে ভ্রান্ত ধারণা তৈরি হচ্ছে৷ তাই আপাতত স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের মতোই খুলছে না সিনেমা হলও৷

  Published by:Pooja Basu
  First published:

  Tags: Cinema Hall

  পরবর্তী খবর