নয়াদিল্লি : রাহুল গান্ধির বিরুদ্ধে সাজা ঘোষণা এবং সাংসদ পদ খারিজের সমালোচনা করেছে পশ্চিমের দেশগুলি। আর তাতেই ক্ষুব্ধ কেন্দ্রীয় সরকার। আজ বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বলেন, পশ্চিমের দেশগুলি মনে করে ভারতের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলানো তাদের ঈশ্বর প্রদত্ত অধিকার।
আজ বেঙ্গালুরুতে মিট অ্যান্ড গ্রিট অনুষ্ঠানের আয়োজন করেছিলেন বেঙ্গালুরু দক্ষিণ কেন্দ্রের বিজেপি সাংসদ তেজস্বী সূর্য এবং বেঙ্গালুরু সেন্ট্রালের বিজেপি সাংসদ পিসি মোহন। উপস্থিত ছিলেন ৫০০ জন যুবক ভোটার সহ অন্যান্যরা। সেখানেই রাহুল গান্ধিকে নিয়ে জার্মানি এবং আমেরিকার মন্তব্য প্রসঙ্গে প্রশ্ন করা হলে এই জবাব দেন বিদেশমন্ত্রী।
আরও পড়ুন- পাঠ্যক্রম থেকে বাদ গেল মোঘল সাম্রাজ্যের ইতিহাস! সমালোচনায় বিরোধী দল
এস জয়শঙ্কর বলেন, "আমি আপনাদের সঠিক জবাব দিচ্ছি। এর পিছনে দুটি কারণ রয়েছে। পশ্চিমের দেশের লোকজনদের একটা খারাপ অভ্যাস রয়েছে অন্যের পছন্দ করবে না।"
তিনি আরও বলেন, "সত্যের দ্বিতীয় ভাগটি হল, আমাদের যুক্তিতে অন্যদের মন্তব্য করার জন্য আহবান করা হচ্ছে। যার ফলে তারা মন্তব্য করতে উৎসাহিত হচ্ছে। ফলে ভারতে সমস্যা রয়েছে একথা বলে সারা বিশ্বকে আমন্ত্রণ জানানো বন্ধ করতে হবে।"
রাহুল গান্ধির বিরুদ্ধে দেশের বদনাম করার অভিযোগ তুলেছে বিজেপি। বাজেট অধিবেশনের দ্বিতীয় দফার শুরুতেই রাহুল গান্ধির মন্তব্য ঘিরে তুলকালাম কাণ্ড সংসদে। রাহুলের বিরুদ্ধে ব্য়বস্থা নেওয়ার দাবি একাধিক বিজেপি মন্ত্রী সাংসদের।
আরও পড়ুন- কংগ্রেস আমলে কতটা তছরূপ হয়েছে? এবার ফাইলস প্রকাশ করল বিজেপি
ব্রিটেনের মাটিতে দাঁড়িয়ে কেন্দ্রীয় সরকারের তুমুল সমালোচনা করেছিলেন কংগ্রেস নেতা। গত রবিবার তা নিয়ে নাম না করে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধির বিরুদ্ধে কড়া আক্রমণ শানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এবার সংসদের অধিবেশনেও পারদ চড়ল রাহুল ইস্য়ুতে। এমনকr, রাহুল গান্ধির বিরুদ্ধে দেশবিরোধী আইনে ব্যবস্থা নেওয়ারও দাবি তোলেন বিজেপি সাংসদ গিরিরাজ সিং।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Rahul Gandhi, S Jaishankar