#লখনৌ: বিস্ফোরণে কেঁপে উঠল লখনউয়ের একটি আদালত চত্বর৷ ঘটনায় ৩ জন আহত হয়েছে বলে এখনও পর্যন্ত খবর৷ পুলিশি তল্লাশিতে মিলল আরও দুটি তাজা বোমা৷ সেই বোমাগুলিও বিস্ফোরণ হত খানিক পরেই৷ পুলিশ তা নিষ্ক্রিয় করে দিয়েছে৷
আহত তিন জনের মধ্যে একজন আইনজীবী রয়েছেন৷ তাঁর নাম সঞ্জীব লোধি৷ লখনউ বার অ্যাসোসিয়েশনের একটি গুরুত্বপূর্ণ পদেও রয়েছেন সঞ্জীব লোধি৷ লোধির কথায়, 'পিস্তল আর বোমা নিয়ে কিছু মানুষ আমায় হামলা চালিয়েছে৷ আমি এখনই আমার নিরাপত্তার দাবি জানাচ্ছি প্রশাসনের কাছে৷ যদি আমার কিছু হয়ে যায়, তার জন্য দায়ী হবে প্রশাসন৷'
#UPDATE Lucknow: Crude bomb was hurled towards chamber of lawyer Sanjeev Lodhi who has blamed another lawyer Jitu Yadav for the incident. Police at the spot https://t.co/X8eJ7SJJbn
— ANI UP (@ANINewsUP) February 13, 2020
প্রথামকি তদন্তে অনুমান, আইনজীবীদের দুটি গোষ্ঠীর মধ্যে বিবাদের জেরেই এই হামলা হতে পারে৷ ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।