তবে কি কারণে এত সংখ্যক মানুষের দ্বিতীয় ডোজ বাকি তা নিয়ে কোনও স্পষ্ট আভাস পাওয়া যায়নি। রাজ্য স্বাস্থ্য দফতরের তরফের যে পরিসংখ্যান তৈরি করা হয়েছে সেখানে দেখা যাচ্ছে কলকাতাতেই এই দুই ভ্যাকসিন-এর দ্বিতীয় ডোজ বাকি থাকা ব্যক্তির সংখ্যা সবথেকে বেশি। তারপরই রয়েছে উত্তর ২৪ পরগনা।
Covid in Maharashtra: করোনাভাইরাস নিয়ে মহারাষ্ট্রে ফের ঘনাচ্ছে আশঙ্কার মেঘ। তাই তা নিয়ে সাধারণ মানুষকে বার্তা দিতে এবার মুখ খুললেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার।
#মুম্বই: উৎসবের মরশুমে ফের ঊর্ধ্বমুখী হচ্ছে গোটা দেশের কোভিড গ্রাফ (Coronavirus in India)। গতকালের থেকে ১৩ শতাংশ বেড়েছে দেশের দৈনিক করোনা সংক্রমণ। কোভিড সংক্রমণের এই বাড়বাড়ন্ত উৎসবের আগে চিন্তার ভাঁজ ফেলছে বিশেষজ্ঞদের কপালে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে ২৬ হাজার ৭২৭ জন এবং মৃত্যু হয়েছে ২৭৭ জনের। আর ঠিক ২৮ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ২৮ হাজার ২৪৬ জন। শুধু তাই নয়, এই মুহূর্তে দেশে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৭৫ হাজার ২২৪ জন। এই পরিস্থিতিতে মহারাষ্ট্রেও ফের ঘনাচ্ছে আশঙ্কার মেঘ। তাই তা নিয়ে সাধারণ মানুষকে বার্তা দিতে এবার মুখ খুললেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার (Maharashtra Deputy CM Ajit Pawar)।শুক্রবার অজিত পাওয়ার বলেন, 'বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলে আমরা জানতে পেরেছি, যাঁরা করোনা ভ্যাকসিনের দুটি ডোজ নিয়ে নিয়েছেন, তাঁরা কোভডি প্রোটোকল যেমন মানছেন না, তেমনি ভাইরাসের কাছে যেন নিজেদের আত্মসমর্পণ করে দিচ্ছেন। বিশেষজ্ঞরা বলছেন, আমরা যখন বিধিনিষেধ শিথিল করছি, তখন সাধারণ মানুষের উচিৎ সতর্ক থাকা এবং বিধিনিষেধ মেনে চলা।'
On consulting experts, we were informed that those who've taken both the doses aren't following COVID protocol & exposing themselves to the virus. Experts say even when we are easing restrictions, citizens must take precautions & follow protocol: Maharashtra Deputy CM Ajit Pawar pic.twitter.com/rvVY940yP6
প্রসঙ্গত, গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রে করোনা আক্রান্ত হয়েছেন ৩০৬৩ জন আর মৃত্যু হয়েছে ৫৬ জনের। ফলে মহারাষ্ট্রে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৬৫.৫ লক্ষ আর মৃত ১.৩৯ লক্ষ। ফলে সাধারণ মানুষ যদি সতর্ক না হন, তাহলে পরিস্থিতি আবার ভয়ঙ্কর হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। সেই সূত্রেই এদিন অনুরোধের পথে হাঁটলেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী।
আরও পড়ুন: মণ্ডপে ঢুকে প্রতিমা দর্শন করা যাবে না, এবারও একই নির্দেশ হাইকোর্টের উল্লেখ্য, গত কয়েকদিন ধরেই গোটা দেশেই করোনা গ্রাফ ঊর্ধ্বমুখী। এই পরিস্থিতিতে দুর্গাপুজোও দোরগোড়ায়। এ রাজ্যেও সামান্য বেড়েছে করোনা সংক্রমণ। গতকালের পরিসংখ্যান অনুযায়ী, নতুন করে বাংলায় কোভিড আক্রান্ত হয়েছেন ৭৪৯ জন এবং মৃত্যুও হয়েছে ১৫ জনের। অবশ্য গত ২৪ ঘণ্টায় করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ৭৪৪ জন। আর বাংলায় বর্তমানে সক্রিয় করোনা করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭৫৭০ জন। অবশ্য সুস্থতার হার ৯৮.৩২ শতাংশ। এই পরিস্থিতিতে রাজ্যে করোনা-বিধিনিষেধের মেয়াদ বাড়ানো হয়েছে ৩০ অক্টোবর পর্যন্ত। এই সময় পর্যন্ত রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত কোনও অতি আবশ্যক কাজ ছাড়া বাইরে বার হওয়ার উপর জারি করা হয়েছে নিষেধাজ্ঞা। যদিও দুর্গাপুজোর সময়কে এই বিধিনিষেধ কমানো হয়েছে।
Published by:Suman Biswas
First published:
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।