Exit Poll Result of Lok Sabha Election 2019: তেলঙ্গনা দখলে রাখল কেসিআর

Exit Poll Result of Lok Sabha Election 2019: তেলঙ্গনা দখলে রাখল কেসিআর
  • Share this:

#নয়াদিল্লি: অবশেষে সমাপ্ত সপ্তদশ লোকসভা নির্বাচন ৷ আর চারদিনের অপেক্ষা ৷ আগামী ২৩-মে নির্বাচনের ফলপ্রকাশ ৷ তবে, নির্বাচনী ফল প্রকাশের আগেই #News18IPSOSExitPoll অর্থাৎ বুথ ফেরত সমীক্ষা ইঙ্গিত দিচ্ছে কে আসতে চলেছে ক্ষমতায় ৷

 তেলঙ্গনায় মোট আসন ১৭টি৷ News18IPSOE-র বুথফেরত সমীক্ষা অনুযায়ী, কে চন্দ্রশেখর রাওয়ের নেতৃত্বে তেলঙ্গানা রাষ্ট্রীয় সমিতি পেতে পারে ১১-১৩টি আসন ৷ এ রাজ্যে  বিজেপি পেতে পারে ১-২টি আসন ৷ কংগ্রেস পেতে পারে ১-২টি আসন ৷ আসাদউদ্দিন ওয়াইসির দল অল ইন্ডিয়া মজলিস–ই–ইত্তেহাদুল মুসলিমিন বা এআইএমআইএম পেতে পারে ১টি আসন ৷

First published: May 19, 2019, 6:55 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर