#নয়াদিল্লি: করোনা। লকডাউন। পঙ্গপাল। কৃষিপ্রধান ভারতের অর্থনীতিতে একের পর এক বিপর্যয়ের মেঘ। তবে মৌসম ভবন বলছে, ভারতে এবার সময়েই বর্ষা আসছে। পয়লা জুনই কেরলে ঢুকছে বর্ষা। আর সময়ে বর্ষাই কৃষিতে আশীর্বাদ। তবে অতিবৃষ্টিতে অশনি সংকেতও আছে। বলছেন বিশেষজ্ঞরা।
বৃর্ষার এবার পথে দেরি হচ্ছে না। ভারতে এবার বর্ষা আসছে আবহাওয়ার ক্যােলন্ডার মেনেই। কেরলে পয়লা জুনই ঢুকছে ভরসা। পূর্বাভাস দিয়েছে দিল্লির মৌসম ভবন।
- আন্দামান নিকোবর ছাড়িয়ে দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু
- শ্রীলঙ্কা পেরিয়ে মৌসুমি বায়ু ভারতের মূল ভূখণ্ডে ঢুকছে
- দক্ষিণ পূর্ব আরব সাগরে নিম্নচাপ তৈরি হচ্ছে
- এই নিম্নচাপের টানেই কেরলে বর্ষা ঢুকে পড়বে
প্রথমে করোনা। তারপর লকডাউন। দেশের অর্থনীতিতে খারাপ প্রভাব পড়েছে। আর যেহেতু ভারত কৃষিপ্রধান দেশ, তাই বিশেজ্ঞরা মনে করছেন, এদেশের অর্থনীতি ঘুরে দাঁড়াতে পারে কৃষির হাত ধরেই। তাই,
- ঠিকসময়ে বৃষ্টি হলে চাষবাসে আশার আলো
- করোনায় ধুঁকতে থাকা অর্থনীতিও চাঙ্গা হবে
করোনার মধ্যেই উত্তর-পশ্চিম ভারতে উড়ে এসে জুড়ে বসেছে পাল পাল পঙ্গপাল। শস্যখেকো পতঙ্গদের নিয়েও কৃষকরা আতঙ্কে। তবে, সময়ে বর্ষা এলে পালাতে পারে পঙ্গপাল । এমনকী আমফান বিধ্বস্ত পশ্চিমবঙ্গের কৃষিজমিতেও বর্ষা কিন্তু সুখবরই দেবে। আমফানের জেরে নদীর নোনা জলে ডোবা কৃষিজমি পরিষ্কার করে দেবে বৃষ্টির জল ।
উত্তর-মধ্য-পশ্চিম ও দক্ষিণ ভারতের একাংশে এখন প্রবল তাপপ্রবাহ চলছে। বর্ষা তাপপ্রবাহ থেকেও মুক্তি দেবে। তবে বিশেষজ্ঞরা বলছেন, প্রবল বর্ষা কিন্তু বিপদও ডেকে আনতে পারে। কারণ,
- করোনায় কাবু দেশে বন্যার মত পরিস্থিতি তৈরি হলে আরও সংকট
- মানুষ গৃহহীন হলে সংক্রমণের আশঙ্কা আরও বাড়বে
- পশ্চিম উপকূলে প্রবল বর্ষায় মুম্বইয়ে সংকট তৈরি হবে
- পূর্ব উপকূলে বেশি বৃষ্টি হলে পশ্চিমবঙ্গে বিপদের সম্ভাবনা
- বর্ষার সময় ডেঙ্গি, এনসেফালাইটিস, ম্যালেরিয়ার মত রোগ আরও বেশি ছড়ায়
- করোনার মধ্যেই এই রোগগুলিও মাথাব্যথার কারণ হয়ে দাঁড়াবে
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Excessive rain, Rain Forecast, Weather, Weather Update