#নয়া দিল্লি: প্রয়াত প্রাক্তন অর্থমন্ত্রী অরুণ জেটলি। দিল্লির এইমসে জীবনাবসান জেটলির।
প্রাক্তন অর্থমন্ত্রী ও বর্ষীয়ান বিজেপি নেতা অরুণ জেটলির প্রয়াণে শোকের ছায়া রাজনৈতিক মহলে। মৃত্যুকালে বয়স হয়েছিল ৬৬ বছর। দুপুর ১২.০৭ মিনিটে দিল্লির এইমসে শেষ নিশ্বাস ত্যাগ করেন অরুণ জেটলি। ৯ আগস্ট থেকে এইমসে ভর্তি ছিলেন, লাইফ সাপোর্ট সিস্টেমে রাখা হয় জেটলিকে। ক্যানসার, কিডনির অসুখে ভুগছিলেন তিনি।
বাণিজ্য মন্ত্রকের দায়িত্ব সামলেছেন জেটলি, কর্পোরেট বিষয়ক মন্ত্রকের দায়িত্বেও ছিলেন।