#উত্তরাখণ্ড: রাজনীতিবিদের সন্তান রাজনীতিবিদ, ইদানীংকালে এটাই দস্তুর হয়ে গিয়েছে ৷ তবে, রাজনৈতিক ব্যক্তিত্বদের ছেলে বা মেয়ে অন্যান্য পেশায় গিয়ে সফল হয়েছেন সেই উদাহরণও রয়েছে ৷ তবে মুখ্যমন্ত্রীর মেয়ে সেনাবাহিনীতে যোগ দিয়েছেন, এমন নজির এ দেশে বিরল বললেও কম বলা হয় ৷
উত্তরাখণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী রমেশ পোখরিয়ালের নিশঙ্কের মেয়ে সে দিক থেকে একেবারেই অনন্য! চেনা ছকের বাইরে গিয়ে রমেশ-কন্যা ড: শ্রেয়সী নিশঙ্ক দেশসেবার কাজকেই পেশা হিসাবে বেছে নিলেন। সেনাবাহিনীর মেডিকেল সার্ভিসেসে যোগ দিলেন তিনি।
আনন্দ ও গর্বে উচ্ছ্বসিত রমেশ নিজেই টুইট করে জানিয়েছেন এই খবর। সেই সঙ্গে দেশের বাকি মেয়েদেরও দেশসেবার কাজে এগিয়ে আসার বার্তা দিয়েছেন। টুইটারে প্রাক্তন মুখ্যমন্ত্রী লিখেছেন, “আমার মেয়ে উত্তরাখণ্ডের পরম্পরা ও ঐতিহ্যকে বজায় রেখে ভারতীয় সেনাবাহিনীতে যোগ দিয়েছে। আমি গর্বিত। আমি দেশের সব মেয়েকেই আহ্বান করছি কেরিয়ার গড়ার ক্ষেত্রে সেনাবাহিনীতে যোগ দেওয়াকেও তাঁরা বিবেচনা করুন এবং দেশকে গৌরবান্বিত করুন।”
শ্রেয়সী পড়াশোনা করেছেন হিমালয়ান মেডিক্যাল কলেজে। রুরকিতে সেনাবাহিনীর মেডিক্যাল সার্ভিসে যোগ দিয়েছেন তিনি। তবে, মেয়ের সাফল্যকে আর পাঁচটা সাধারণ মেয়ের সাফল্য হিসেবেই দেখতে চান রমেশ। তাঁর কথায়, “উত্তরাখণ্ডের সাধারণ পরিবার থেকে প্রতি বছরই সেনাবাহিনীতে যোগ দেন ছেলেমেয়েরা। আমি গর্বিত আমার মেয়েও সাফল্যের সঙ্গে সেনার পদে যোগ দিতে পেরেছে।”
मित्रों आज का दिन मेरे लिए अत्यंत गौरवशाली है क्योंकि आज बेटी श्रेयशी निशंक ने विधिवत सेना में आर्मी मेडिकल सर्विसेज के MOBC 224 कोर्स को सफलता पूर्वक पूरा कर लिया है । उत्तराखण्ड वीर भूमि रही है, जहां हर परिवार से औसतन एक व्यक्ति सेना में भर्ती होकर देश की रक्षा करता है । pic.twitter.com/PjbOngqdft
— Dr.Ramesh Pokhriyal (@DrRPNishank) December 22, 2018
রমেশ পোখরিয়াল এখন সাংসদ। ২০০৯ থেকে ২০১১ সাল পর্যন্ত তিনি উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পদে ছিলেন। তাঁর আগে ২০০৭-০৯ সাল পর্যন্ত উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীর পদে ছিলেন মেজর জেনারেল ভুবন চন্দ্র খান্ডুরি। কর্মজীবনের প্রথম (১৯৫৪-৯০) ৩৬ বছর খান্ডুরি ছিলেন সেনাবাহিনীর বিভিন্ন পদে। ১৯৯১ সালে উত্তরাখণ্ডের গারওয়াল লোকসভা কেন্দ্র থেকে নির্বাচিত হওয়ার পরই শুরু হয় তাঁর রাজনৈতিক জীবন।
রাজস্থানের যশোবন্ত সিংহ আশির দশকে রাজ্যসভায় নির্বাচিত হয়ে কেন্দ্রীয় রাজনীতিতে আসেন। তার আগে তিনি ছিলেন সেনার অফিসার। পরবর্তী সময়ে অটলবিহারী বাজপেয়ীর মন্ত্রিসভায় বিভিন্ন দফায় বিদেশ ও অর্থ মন্ত্রকের দায়িত্ব পালন করেছেন। অতএব সেনাবাহিনী থেকে রাজনীতিতে উত্তরণের নিদর্শন কিছু কম নয়। সে দিক থেকে দেখতে গেলে একজন প্রাক্তন মুখ্যমন্ত্রীর মেয়ে হিসেবে শ্রেয়সীর সেনাবাহিনীতে যোগদানের ঘটনা বিশেষ তাৎপর্যপূর্ণ তো বটেই। বিশেষত, কন্যাভ্রুণ হত্যা, লিঙ্গবৈষম্য নিয়ে দেশজোড়ার অস্বস্তির আবহে একজন মহিলার দেশরক্ষার কাজে এগিয়ে আসাকে গর্বের চোখেই দেখা হয়। সেখানে খোদ রাজনীতির অন্দরে বড় হয়ে সেনার দায়িত্ব সামলানোর অঙ্গীকার করে শ্রেয়সী শুধু তাঁর বাবা রমেশ পোখরিয়াল নয়, গর্বিত করেছেন গোটা দেশকেই।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।