• Home
 • »
 • News
 • »
 • national
 • »
 • মিথ্যা বলছে পাকিস্তান, সামরিক ঘাঁটিকে লক্ষ্য করেই বোমাবর্ষণ করেছে পাক-বাহিনী : বায়ুসেনা

মিথ্যা বলছে পাকিস্তান, সামরিক ঘাঁটিকে লক্ষ্য করেই বোমাবর্ষণ করেছে পাক-বাহিনী : বায়ুসেনা

 • Share this:

  #নয়াদিল্লি: জম্মু-কাশ্মীরের নওশেরা সেক্টরে পাক F-16 যুদ্ধবিমানকে গুলি করে নামিয়েছিল ভারতীয় সেনা কিন্তু একাধিকবার সেই দাবি খারিজ করে দিয়েছে ইসলামাবাদ । আজ সন্ধ্যায় স্থল, বায়ু ও নৌসেনা- ৩ সামরিক প্রধান সাংবাদিক বিবৃতিতে এই ঘটনার তথ্যপ্রমাণ পেশ করেছেন । ঘটনার প্রমাণ হিসেবে পাক F-16 বিমানের ধ্বংসাবশেষ সংবাদমাধ্যমের সামনে তুলে ধরেছেন তিন সেনাপ্রধান।

  জম্মু-কাশ্মীরের রাজৈরিতে পাওয়া গিয়েছে এই বিমানের ধ্বংসাবশেষ ও এই বিমানে ব্যবহৃত অ্যামরাম(AMRAAM)মিসাইলের টুকরোও প্রকাশ্যে এনেছেন সেনাপ্রধানরা । এই অ্যামরাম মিসাইল একমাত্র F-16 বিমানেই ব্যবহৃত হয়ে থাকে । LoC এর কাছেই উদ্ধার হয়েছে এই মিসাইলের ধ্বংসাবশেষ।

  ইসলামাবাদের দাবি অনুযায়ী, খালি জমিতেই বোমাবর্ষণ করেছিল পাক সামরিক বাহিনী কিন্তু বায়ু এয়ার ভাইস মার্শাল আরজিকে কাপুর জানিয়েছেন সামরিক ঘাঁটিকে টার্গেট করেছিল পাক-বাহিনী।

  তবে মার্শাল কাপুর জানিয়েছেন এর ফলে বিশেষ কোনও ক্ষয়ক্ষতি হয়নি ও টার্গেট লক্ষচ্যূত হওয়ার পরই পাক যুদ্ধবিমানকে গুলি করে নামায় ভারতীয় সেনা ।

  First published: