দীর্ঘ অপেক্ষার অবসান। কিম অর্থাৎ কেরল ইঞ্জিনিয়ারিং আর্কিটেকচার মেডিক্যাল পরীক্ষা, ২০২০ সালের ফলাফল ঘোষণা করল কেরল এন্ট্রান্স একজামিনেশন কমিশনার। ২৪ সেপ্টেম্বর আনুষ্ঠানিক ভাবে ফলাফল ঘোষিত হল। তবে হ্যাঁ, পরীক্ষার ফলাফল কেমন হল, কত নম্বর উঠল- এ সব কিছুই জানার একমাত্র উপায় হল অনলাইনে লগ-ইন করা। cee.kerala.gov.in ওয়েবসাইটে যেতে হবে আগে, তার পরেই দেখা যাবে ফলাফল।
লগ-ইন কী ভাবে করতে হবে?
স্বাভাবিক ভাবেই পরীক্ষার্থীরা তাঁদের অ্যাপ্লিকেশন নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে লগ-ইন করতে পারবেন সংশ্লিষ্ট ওয়েবসাইটে।
এর আগে সিইই বোর্ড একটি বিজ্ঞপ্তি মারফত জানিয়েছিল যে পর্ষদের এই পরীক্ষার পদার্থবিদ্যা, রসায়ন এবং অঙ্কের নম্বর এবং প্রবেশিকা পরীক্ষার প্রাপ্ত নম্বর- এই দুইয়ের ভিত্তিতেই তৈরি হবে চূড়ান্ত তালিকা। মোট নম্বরের ৫০ শতাংশ বরাদ্দ থাকবে প্রবেশিকা পরীক্ষার দু'টি পত্রের জন্য। পর্ষদের পরীক্ষার প্রাপ্ত নম্বরের জন্য বাকি ৫০ শতাংশ বরাদ্দ থাকবে।
তা হলে এ বার দেখে নেওয়া যাক- কিম ২০২০ সালের পরীক্ষার ফলাফলের তালিকা ডাউনলোড করবেন কী ভাবে?
প্রথম ধাপ: কেরল সরকারের ওয়েবসাইট অর্থাৎ cee.kerala.gov.in-এ যেতে হবে প্রথমেই।
দ্বিতীয় ধাপ: এ বারেই আসছে লগ-ইন করার পালা। লগ-ইন পেজে আপনার অ্যাপলিকেশন নম্বর এবং পাসওয়র্ড দিয়ে লগ ইন করতে হবে।
তৃতীয় ধাপ: মার্ক্স সাবমিশন ফর ইজিজি- এই লিঙ্কে ক্লিক করতে হবে।
চতুর্থ ধাপ: কিম ২০২০ সালের পরীক্ষার ফলাফলের তালিকা চলে আসবে কম্পিউটার স্ক্রিনে।
পঞ্চম ধাপ: এ বার তো পড়ে থাকে শুধু একটাই কাজ- নিজের অ্যাপলিকেশন মিলিয়ে পরীক্ষার্থীকে জেনে নিতে হবে র্যাঙ্ক অর্থাৎ পরীক্ষায় ঠিক কোন সারিতে বরাদ্দ হয়েছে তাঁর ভাগ্য এবং পরিশ্রমের সুফল।
এই প্রসঙ্গে আরও একটা কথা না জানালেই নয়। দ্বাদশ শ্রেণিতে কোনও পরীক্ষার্থীর রসায়ন না থাকলে তাঁর ক্ষেত্রে কম্পিউটার সায়েন্স অথবা বায়োটেকনোলজির নম্বর গণ্য হবে। আর যদি এই দুটি বিষয়ের মধ্যে কোনোটি-ই না থাকে? নিয়ম বলছে, তেমনটা হলে সেই পরীক্ষার্থীর ক্ষেত্রে জীববিদ্যা বা বায়োলজির নম্বর গণ্য হবে।
আর কী! এ বার শুধু জেনে নিন কেমন ফল হল কিম অর্থাৎ কেরালা ইঞ্জিনিয়ারিং আর্কিটেকচার মেডিক্যাল পরীক্ষায়!