Home /News /national /
Punjab Police Encounter: সিধু মুসেওয়ালার খুনিদের সঙ্গে পঞ্জাব পুলিশের জোর গুলির লড়াই,নিহত এক গ্যাংস্টার

Punjab Police Encounter: সিধু মুসেওয়ালার খুনিদের সঙ্গে পঞ্জাব পুলিশের জোর গুলির লড়াই,নিহত এক গ্যাংস্টার

গোটা গ্রাম ঘিরে ফেলে পাল্টা জবাব দেয় পুলিশও৷ গ্রামবাসীদেরও বাড়ির বাইরে বেরোতে নিষেধ করা হয়৷ ইতিমধ্যেই গ্রামে একাধিক অ্যাম্বুল্যান্সও পৌঁছেছে৷

 • Share this:

  #অমৃতসর: গায়ক এবং কংগ্রেস নেতা সিধু মুসেওয়ালার সন্দেহভাজন হত্যাকারীদের সঙ্গে পঞ্জাব পুলিশের জোর গুলির লড়াই৷ এ দিন দুপুরে অমৃতসরের কাছে ভাকনা গ্রামে মুসেওয়ালার হত্যাকাণ্ডে জড়িত দুই আততায়ী আত্মগোপন করে আছে বলে খবর পায় পুলিশ৷ তার পরই সেখানে হানা দেয় পুলিশ বাহিনী৷ এর পরেই দু' পক্ষের মধ্যে এনকাউন্টার শুরু হয়৷ সূত্রের খবর, ইতিমধ্যেই পুলিশের সঙ্গে গুলির লড়াইতে একজন গ্যাংস্টারের মৃত্যু হয়েছে৷

  প্রাথমিক পাওয়া খবর অনুযায়ী, দুই গ্যাংস্টার জগরূপ সিং রূপা এবং মনপ্রীত সিং ওরফে মন্নু কুসসা অমৃতসর থেকে কুড়ি কিলোমিটার দূরে ভাকনা গ্রামে গা ঢাকা দিয়ে ছিল৷ সেই খবর পেয়ে ওই গ্রামে হানা দেয় পঞ্জাব পুলিশের অ্যান্টি গ্যাংস্টার টাস্ক ফোর্স৷

  আরও পড়ুন: খনি মাফিয়াদের রুখতে গিয়েছিলেন, হরিয়ানায় গাড়ি চাপা দিয়ে ডিএসপি-কে পিষে মারল দুষ্কৃতীরা

  পুলিশ তাদের খোঁজ পেয়ে গিয়েছে বুঝতে পেরেই গুলি বর্ষণ শুরু করে দুই অভিযুক্ত৷ গোটা গ্রাম ঘিরে ফেলে পাল্টা জবাব দেয় পুলিশও৷ গ্রামবাসীদেরও বাড়ির বাইরে বেরোতে নিষেধ করা হয়৷ ইতিমধ্যেই গ্রামে একাধিক অ্যাম্বুল্যান্সও পৌঁছেছে৷

  এই মন্নু কুসসাই একে ৪৭ রাইফেল ছেতে সিধু মুসেওয়ালার উপরে গুলি করেছিল বলে পুলিশ সিসিটিভি ফুটেজ দেখে চিহ্নিত করেছিল৷ ঘটনার সময় তার সঙ্গে ছিল জগরূপ রূপা এবং আরও এক আততায়ী৷ দীপক মুন্ডি নামে সেই অভিযুক্তের এখনও খোঁজ মেলেনি৷

  মুসেওয়ালা খুনের তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, কানাডার বাসিনদা সতিন্দর সিং ওরফে গোল্ডি ব্রারের সঙ্গে যোগসাজশ করে এই হত্যাকাণ্ডের ছক কষে লরেন্স বিষ্ণোই৷ এই লরেন্স বিষ্ণোই বর্তমানে তিহার জেলে বন্দি৷ গোল্ডি ব্রারকে গ্রেফতার করতে রে়ড কর্নার নোটিস জারি করেছে ইন্টারপোল৷ মুসেওয়ালা খুনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ইতিমধ্যে একাধিক ব্যক্তিকে গ্রেফতার করেছে পঞ্জাব, মুম্বাই এবং দিল্লি পুলিশ৷

  Published by:Debamoy Ghosh
  First published:

  পরবর্তী খবর