#জম্মু ও কাশ্মীর: রাতভর গুলির লড়াইয়ে নিকেশ হয়েছে ২ জঙ্গি (Terrosrist)৷ ঘটনা জম্মু ও কাশ্মীরের সোপিয়ান (Sopian) জেলার৷ এই নিয়ে এনকাউন্টারে মৃত্যু হয়েছে মোট ৩ জঙ্গির৷ সেনা ও জঙ্গির গুলির লড়াই চলছিল৷ যার জেরে শনিবার নিকেশ হয় ১ জঙ্গি এবং রবিবার আরও ২ জঙ্গির মৃত্যু হয়েছে৷
অন্যদিকে অনন্তনাগের বিজবেহারে (Bijbehada area of Anantnag) সন্ত্রাসবাদীদের সঙ্গে সংঘর্ষ। মনে করা হচ্ছে যে সেখানেও দু’ থেকে তিনজন জঙ্গি লুকিয়ে থাকতে পারে। গত রাত থেকেই সেখানে মোবাইল পরিষেবা বন্ধ রয়েছে এবং কখন ফিরবে পরিষেবা, সেটাও জানা যায়নি৷
পুলিশর এক উচ্চপদস্থ আধিকারিক জানিয়েছেন যে, দক্ষিণ কাশ্মীরের শোপিয়ান জেলার হাডিপুরায় জঙ্গিদের উপস্থিতির খবর পাওয়ার পরে, নিরাপত্তা বাহিনী তল্লাশি অভিযান চালায়৷ তখনই লুকিয়ে থাকা জঙ্গিরা তাদের উপর গুলি চালায়। পাল্টা জবাব দেয় নিরাপত্তা বাহিনীও। শুরু হয় দুই পক্ষের গুলির লড়াই৷
এখন অনন্তনাগ জেলায় আরও একটি এনকাউন্টার চলছে। দক্ষিণ কাশ্মীরের এই জেলার বিজবেহরা এলাকার সেমথানে সন্ত্রাসীদের উপস্থিতি সম্পর্কে গোয়েন্দা তথ্য পাওয়ার পরে নিরাপত্তা বাহিনী তল্লাশি অভিযান চালিয়েছিল৷ এরপরেই উভয় পক্ষের মধ্যে লড়াই শুরু হয়। তবে এখনও গুলির লড়াই চলার ফলে সমস্ত তথ্য সামনে আসেনি৷
এর আগে শুক্রবার নিরাপত্তা বাহিনী শোপিয়ান জেলার একটি মসজিদে লুকিয়ে থাকা ৫ জন জঙ্গিকে নিকেশ করে৷ বৃহস্পতিবার শোপিয়ানের জম্মোহল্লা এলাকায় এক এনকাউন্টার চলাকালীন ৩ জঙ্গি নিহত হয়। মুসজিদে লুকিয়ে থাকা জঙ্গিদের প্রথমে আত্মসমর্পণ করতে বলা হয়েছিল। তাদের বোঝাতে, ওই মসজিদের ইমাম এবং এক সতীর্থকে মসজিদের ভিতরে পাঠানো হয়েছিল৷ তবে তাতে সন্ত্রাসবাদীরা রাজি হয়নি। এমন পরিস্থিতিতে, বেশ কয়েক ঘণ্টা গুলির লড়াই চলার ফলে নিরাপত্তা বাহিনীর হাতে খতম হয় ৫ জঙ্গি৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Anantnag, Jammu And Kashmir, Terrosrist