#মধ্যপ্রদেশ: হাতির হামলায় মৃত্যু মধ্য প্রদেশের পান্না টাইগার রিজার্ভ (PTR)-এর রেঞ্জার অফিসারের। পান্না বাঘ সংরক্ষণ কেন্দ্রের ফিল্ড ডিরেক্টর কে এস ভাদোরিয়া জানান, রাম বাহাদুর নামে একটি দাঁতাল হাতি দাঁত দিয়ে এফোঁড় ওফোঁড় করে দেয় ৫২ বছর বয়সি রেঞ্জ অফিসার আর কে ভগতকে।পান্না বাঘ সংরক্ষণ কেন্দ্রের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর আক কে গুরুদেব জানিয়েছেন, কিছুদিন আগে জঙ্গলে অস্তিত্ব রক্ষায় দুটি বাঘের মধ্যে তুমুল লড়াই হয়, একটি বাঘ মারাও যায়। অন্য বাঘটিকে খুঁজে বের করতে শুক্রবার দাঁতাল হাতি নিয়ে জঙ্গলের মধ্যে অভিযান চালান রেঞ্জ অফিসার আর কে ভগত । ফিল্ড ডিরেক্টর কে এস ভাদোরিয়া জানিয়েছেন, অভিযান চালানোর সময় আচমকাই পিঠ থেকে রেঞ্জার সাহেবকে মাটিতে ফেলে দেয় রাম বাহাদুর, তারপর দাঁত দিয়ে এফোঁড় ওফোঁড় করে দেয় রেঞ্জারের দেহ। কিন্তু কেন এমন বেপরোয়া আচরণ করল হাতিটি ? ধন্দে পান্না বাঘ সংরক্ষণ কেন্দ্রের আধিকারিকরা।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Panna Tiger Reserve