Home /News /national /
ভুটানে পাহাড় থেকে পড়ে হাতির মৃত্যু, সীমান্তের টানাপোড়েনে ভারতে ফিরল না দেহ

ভুটানে পাহাড় থেকে পড়ে হাতির মৃত্যু, সীমান্তের টানাপোড়েনে ভারতে ফিরল না দেহ

Representative Image

Representative Image

একদিকে ভারত৷ আরেকদিকে ভুটান৷ মাঝে খরস্রোতা ডায়না নদী। ডুয়ার্সের সুরেন্দ্রনগর চা বাগানে ভারত সংলগ্ন প্রতিবেশী ভুটানের পাহাড়ের কোলে মিলল ভারতীয় দাঁতাল হাতির দেহ।

 • Share this:

  #কলকাতা: ভুটান সীমান্তে পাহাড় থেকে পিছলে পড়ে হাতির মৃত্যু৷ খাবারের খোঁজে ডুয়ার্স থেকে ভুটান পাহাড়ে গিয়েই বিপত্তি৷ সীমান্তের টানাপোড়েনে ভারতে ফেরানোও গেল না পূর্ণবয়স্ক দাঁতালের মৃতদেহ৷

  একদিকে ভারত৷ আরেকদিকে ভুটান৷ মাঝে খরস্রোতা ডায়না নদী। ডুয়ার্সের সুরেন্দ্রনগর চা বাগানে ভারত সংলগ্ন প্রতিবেশী ভুটানের পাহাড়ের কোলে মিলল ভারতীয় দাঁতাল হাতির দেহ।

  বুধবার ভোরে ভুটান পাহাড় লাগোয়া সীমান্তের ৪০ নম্বর পিলারের কাছে একটি হাতির দেহ দেখতে পান বাসিন্দারা। স্থানীয় ভাবে ওই জায়গাটি টাইটেনিক পাহাড় নামে পরিচিত। এলাকাটি ভুটানের অংশ। খবর দেওয়া হয় বন দফতরে৷ ঘটনাস্থলে গিয়ে বনকর্মীরা দেখেন, পাহাড়ের কোলে পড়ে একটি পূর্ণ বয়স্ক পুরুষ দাঁতালের দেহ৷

  হাতি মৃত্যুর খবর পেয়ে এলাকায় যান বন দফতরের আধিকারিকরা৷ ডাকা হয় এসএসবি-কেও৷ ভারী বৃষ্টিতে পাহাড় থেকে পা পিছলেই হাতির মৃত্যু হয়েছে৷ দাবি বন আধিকারিকদের৷

  ডুয়ার্স থেকে ভুটানে কী করে গেল হাতিটি? বন দফতরের দাবি, ডায়না ও রেতি জঙ্গল থেকে হাতি নিয়মিত ভুটানে যাওয়া আসা করে৷ সম্ভবত একদল হাতি ভুটানের টাইটানিক পাহাড়ে খাবারের খোঁজে গিয়েছিল৷ সেখান থেকে পা পিছলে প্রায় ১০০ মিটার নিচে পড়ে যায় পূর্ণবয়স্ক দাঁতাল হাতি৷ পড়ে গিয়েই হাতির মৃত্যু৷

  ভুটানে হাতিটির মৃত্যু হওয়ায় তার দেহ ফেরানো নিয়ে শুরু হয় জটিলতা৷ অবশেষে ঠিক হয়, হাতির দেহ সত্কারের ব্যবস্থা করবে ভুটান৷

  Published by:Pooja Basu
  First published:

  Tags: Elephant, India Bhutan

  পরবর্তী খবর