#নয়াদিল্লি: দিল্লি জয়ের পর্ব শেষ। এবার সরকার গঠনের পালা। বৃহস্পতিবার জয় নিশ্চিত বুঝেই সংসদীয় দলের বৈঠক ডাকে বিজেপি। সংসদীয় দলনেতা হিসেবে নির্বাচন করা হয় নরেন্দ্র মোদিকে। শুক্রবার দিল্লিতে বিদায়ী মন্ত্রিসভার বৈঠক ডাকা হতে পারে। এবং রবিবার রাষ্ট্রপতির কাছে সরকার গঠনের দাবি জানাতে পারে এনডিএ।
ফের একবার মোদি সরকার। ফের একবার একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয় ৷ একাই তিনশো বিজেপি। এবার সরকার গঠনের তোড়জোর শুরু করে দিয়েছে গেরুয়া শিবির।
A historic day, a historic mandate.
Thank you India. pic.twitter.com/FZeb04VLCA — Amit Shah (@AmitShah) May 23, 2019
বৃহস্পতিবার ফল দেখেই দিল্লিতে সংসদীয় দলের বৈঠক ডাকে বিজেপি নেতৃত্ব। সংসদীয় দলনেতা হিসেবে প্রত্যাশামতোই নরেন্দ্র মোদিকে নির্বাচন করা হয়। শুক্রবার দিল্লিতে বিদায়ী মন্ত্রিসভার বৈঠক ডাকা হতে পারে। রবিবার রাষ্ট্রপতির কাছে সরকার গঠনের দাবি জানাতে পারে এনডিএ। চলতি মাসের শেষেই হতে পারে শপথ গ্রহণ অনুষ্ঠান।
সরকার গঠনের তোড়জোর
- বৃহস্পতিবার বিজেপির সংসদীয় দল বৈঠক - সংসদীয় দলনেতা হিসেবে নরেন্দ্র মোদিকে নির্বাচন - শুক্রবার দিল্লিতে বিদায়ী মন্ত্রিসভার বৈঠকের সম্ভাবনা - রবিবার রাষ্ট্রপতির কাছে সরকার গঠনের দাবি জানানোর সম্ভাবনা - শপথ গ্রহণের সম্ভাবনা চলতি মাসের শেষে
সূত্রের খবর, বিজেপি ফের একক সংখ্যাগরিষ্ঠতা পেলেও বাড়তে পারে শরিকদের গুরুত্ব।
বাড়বে শরিকদের গুরুত্ব ?
- কয়েকটি গুরুত্বপূর্ণ মন্ত্রক ছাড়া হতে পারে শরিকদের - আগামী এক-দেড় বছরে বিধানসভা ভোট মহারাষ্ট্র, হরিয়ানার মতো রাজ্যে - এই রাজ্যগুলি থেকে জয়ী সাংসদদের কেন্দ্রীয় মন্ত্রিসভায় বেশি করে আনা হতে পারে - কেন্দ্রীয় মন্ত্রিসভায় আনা হতে পারে মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানকে
২০১৪-র শপথে প্রতিবেশী দেশের রাষ্ট্রপ্রধানদের আমন্ত্রণ করে চমক দিয়েছিলেন মোদি। এবারের শপথেও কি সেরকম কোনও চমকের সম্ভাবনা রয়েছে ? উত্তর জানতে অপেক্ষা করতে হবে আর মাত্র কয়েকদিন ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: BJP, Elections 2019, Lok Sabha elections 2019, Narendra Modi