#উত্তরপ্রদেশ: দেশ এখন উত্তাল নয়া কৃষি বিল নিয়ে। হাজার কৃষক তাঁদের দাবি নিয়ে ধর্ণায় বসে রয়েছেন। কিছুতেই তাঁদের ধর্ণা থেকে ওঠানো যাচ্ছে না। দেশের বেশিরভাগ সেলেবরাই কৃষকদের পাশে। আজ সোনু সুদও তাঁদের পাশে থাকার কথা বলেছেন। গোটা দেশের মানুষ তাঁদের জন্য চিন্তিত। কৃষি ব্যবস্থা বা কৃষকরা চটে গেলে পেটের ভাত জুটবে না। এই বিল নিয়ে ভাবতে হবে মোদি সরকারকে। এর মধ্যেই উত্তরপ্রদেশের এক আম্মা তাঁর সব সম্পত্তি মোদির নামে করতে চাইলেন।
সম্প্রতি ট্যুইটারে একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানেই এক ৮০র ওপরে বয়স বৃদ্ধা বলছেন তাঁর সাড়ে ১২ বিঘা জমি আছে। চাষের জমি। সেই জমি মোদির নামে লিখে দিতে চান তিনি। নিজের সন্তানদের দিতে নারাজ জমি। তাঁকে প্রশ্ন করা হচ্ছে, কেন মোদিকে সম্পত্তি দিতে চান? তাঁর জবাবে ওই বৃদ্ধা বলছেন, তিনি খুব খুশি মোদির কাজে। মোদি তাঁকে খেতে দিয়েছেন, পরতে দিয়েছেন। তিনি যা কিছু করছেন সবটাই মোদিজির জন্য। তাই তাঁকে সব কিছু লিখে দিতে চান। ওই বৃদ্ধার মত মোদিই পারবে এই দেশের ভবিষ্যৎকে রক্ষা করতে। মোদিজি মন্দির বানিয়েছেন, দেশের মানুষের কথা ভেবেছেন। তাই তাঁর সম্পত্তি মোদির নামে করবেন তিনি।
এই ভিডিও দেখা মাত্রই মানুষ শেয়ার করতে শুরু করেছেন। এক ব্যক্তি কমেন্টে লিখেছেন, 'সত্যিই আপনার এত সম্পত্তি আছে তো? নাকি সবটাই মিথ্যে বলছেন?' আবার একজন লিখেছেন, 'ওই জমি চাষীভাইদের দিয়ে দিন কাজে দেবে।" এমন নানা কমেন্টে ভরে গিয়েছে এই ভিডিও।