#মুম্বই: কথায় বলে চুরি করা মহা বিদ্যা, যদি না পড়ো ধরা । গত দু’বছর ধরে টার টিকিটিও ধরতে পারেনি পুলিশ । আর সেই সুযোগ কাজে লাগিয়েই একেবারে হত দরিদ্র থেকে লাখোপতি হয়ে গিয়েছে এই বৃদ্ধ ।
বয়স ৬১ বছর । নাম মুন্টিয়াজ শেখ । পেশায় সে নিজেও একজন অটো ড্রাইভার । ২০১৯ সাল থেকে এ দিন পর্যন্ত ৭৫টি অটো চুরি করেছে সে । আর এ কাজে তাকে সহযোগিতা করত মুন্টিয়াজের এক সহকারী খুশনূর খান । গত ১৬ মার্চ দিনদোশী স্কুলের সামনে পার্ক করে রাখা অটো চুরি করতে এসে পুলিশের হাতে ধরা পড়ে যায় দু’জন ।
পুলিশ এদের জিজ্ঞাসাবাদ করে জানতে পেরেছে, অটো চুরির সরঞ্জাম হিসাবে স্টার্টার প্লাগ ব্যবহার করত তারা, যেটা কোনও অটোয় লাগিয়ে তার ব্রেক ভেঙে দিত এই দুই অভিযুক্ত । দু’জনের হোয়াটসঅ্যাপ চ্যাট থেকে পুলিশ জানতে পেরেছে ৭৫ টিরও বেশি অটো মুম্বই, থানে, নবি মুম্বই থেকে চুরি করেছে গত ২ বছরে ।
অটো চুরির পর সেই অটোর রেজিস্ট্রেশন নম্বর আর ইঞ্জিন, চেসিস নম্বর বদলে ফেলত তারা । চুরি করা অটোর জন্য মুম্বইয়ের ভাসাইয়ে গ্যারেজ ভাড়া নিয়েছিল তারা । ব্যাঙ্ক ডেটাবেস খতিয়ে পুলিশ জানতে পারে প্রায় ৮০ লাখ টাকার মালিক ওই দুই অভিযুক্ত ।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।