#ভুবেনশ্বর: দীর্ঘ ৭৫ বছর ধরে চলছে এই বৃদ্ধের পাঠশালা৷ কোনও দিনই বন্ধ হয়নি তাঁর পাঠশালা৷ শুধু ছোটদের নয়, বড়দেরও পড়িয়ে চলেছেন এই বয়স্ক মানুষটি৷ নাম নন্দা প্রাস্টি৷ দিনের বেলায় ছোটদের পড়ান ও রাতে তিনি সময় করে নিয়েছেন বড়দের পড়ানোর জন্য৷
বারতন্ডা গ্রামের বাসিন্দা এই বৃদ্ধ৷ সেখানকার গ্রামের প্রধান তাঁকে অনুরোধ করেছেন সরকারি সাহায্যের জন্য আবেদন জানাতে৷ যে সাহায্যে তিনি একটি স্কুল তৈরি করে শান্তিতে এবং সব সুবিধা সহ শিক্ষকতা করতে পারবেন৷ তবে সেই অনুরোধ প্রত্যাখ্যান করেছেন নন্দা প্রাস্টি৷ গাছের তলায় বসেই তিনি চালিয়ে যেতে চান তাঁর এই 'শান্তির' কাজ!
'আমি চাষবাষের কাজ করতাম৷ তখন দেখতাম যে গ্রামের প্রচুর মানুষ অশিক্ষিত৷ তাঁরা নিজের নাম পর্যন্ত লিখতে পারেন না৷ আঙুলের ছাপ দিয়েই চলে তাঁদের কাজ৷ তাঁরা যাতে অন্তত পক্ষে নিজের নামটুকু লিখতে পারেন, তাই পড়াশোনা শেখাতে শুরু করেছিলাম৷ তারপর ধীরেধীরে গীতা পড়তে শুরু করি তাঁদের সামনে৷ তাঁদের পড়ার ইচ্ছে জাগে৷ সেখান থেকে শুরু আমার শিক্ষকতা৷ এখন আমি তাঁদের নাতি-নাতনিদের পড়াই৷ গর্বের সঙ্গে বলছেন শিক্ষক প্রাস্টি৷তবে ক্লাস ফোরের পর সব শিশুকে প্রাইমারি স্কুলে যাওয়ার বিষয়ে জোর দেন বৃদ্ধ শিক্ষক৷
Odisha: An aged man in Jajpur teaches children under a tree for free.
Bartanda sarpanch says, "He has been teaching from the last 75 yrs. Refuses any support from govt as it's his passion. But we've decided to build a facility where he can teach children in comfort." (26.09.20) pic.twitter.com/kSYOAkFvss
ওই গ্রামের সরপঞ্চ জানান, 'গত ৭৫ বছর ধরে সকলকে পড়িয়ে চলেছেন তিনি৷ তবে কোনও রকম সাহায্য নিতে চান না এমনকি সরকারি সাহায্যও নয়৷ তবে আমরা সকলে মিলে সিদ্ধান্ত নিয়েছি পড়ানোর জন্য একটি পরিকাঠামো তৈরি করে দেব৷ যেখানে তিনি নিশ্চিন্তে পড়াতে পারবেন৷'হাজার সমস্যা, খারাপ আবহাওয়া সত্ত্বেও একদিনের জন্য বন্ধ হয়নি তাঁর পাঠশালা৷ জানান গ্রামের বাসিন্দারা৷
Published by:Pooja Basu
First published:
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।