• Home
 • »
 • News
 • »
 • national
 • »
 • লখনউ কিং জর্জ হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৮ রোগীর মৃত্যু

লখনউ কিং জর্জ হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৮ রোগীর মৃত্যু

লখনউ কিং জর্জ হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৮ রোগীর মৃত্যু

লখনউ কিং জর্জ হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৮ রোগীর মৃত্যু

লখনউ কিং জর্জ হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৮ রোগীর মৃত্যু

 • Share this:

   #লখনউ: ভয়াবহ অগ্নিকাণ্ডে উত্তরপ্রদেশের লখনউয়ের কিং জর্জ হাসপাতালে মৃত্যু হল ৮ রোগীর ৷ শনিবার সন্ধেয় লখনউয়ের কিং জর্জ মেডিক্যাল ইউনিভার্সিটির ট্রমা সেন্টারে আগুন লেগে যায় ৷ মুহূর্তের মধ্যেই ভয়াবহ আকার নেয় আগুন ৷ মৃত্যু হয় আট রোগীর ৷ যদিও রোগী মৃত্যুর কথা অস্বীকার করছে হাসপাতাল কর্তৃপক্ষ ৷ পুরো ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ৷

  গতকাল রাতে হঠাৎই হাসপাতালের দোতলায় অবস্থিত ট্রমা সেন্টারে আগুন লেগে যায় ৷ ধোঁয়া ছড়িয়ে পড়ে গোটা হাসপাতালে ৷ রোগীদের সঙ্গে সঙ্গে হাসপাতাল কর্মীদেরও ধোঁয়ার জন্য শ্বাসকষ্ট শুরু হয়ে যায় ৷ আগুন লাগার খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসে দমকল বাহিনী ৷ চার ঘণ্টার প্রচেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন ৷

  আগুন নেভানোর প্রচেষ্টার সঙ্গেই রোগীদের তৎক্ষণাৎ অন্যস্থানে সরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয় ৷ যদিও দুর্ভাগ্যবশত এর মধ্যেই আট রোগীর মৃত্যু হয় বলে দাবি সংবাদ সংস্থার ৷ ট্রমা সেন্টারে সে সময় ৩০০ রোগী চিকিৎসাধীন ছিলেন ৷ তাদের মধ্যে ৩৭ জনই ছিলেন ভেন্টিলেটরে ৷

  দমকল কর্মীদের মতে, সম্ভবত এসি মেশিনে শর্ট সার্কিট হয়ে গোটা ট্রাম সেন্টারে আগুন ছড়িয়ে পড়ে ৷ যদিও অগ্নিনির্বাপন ব্যবস্থা সহ রোগী নিরাপত্তায় হাসপাতাল কর্তৃপক্ষের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে ৷ এর আগেও এই হাসপাতালে আগুন লেগে দুর্ঘটনার উদাহরণ রয়েছে ৷

  First published: