#EgiyeBangla: আলোয় সেজেছে ঘাটাল, পরিবহণ দফতরের আর্থিক সহায়তায় বসানো হয়েছে ৩৭০ পথবাতি, ১৩ হাইমাস্ট আলো

প্রথম পর্যায়ে রাজ্য সড়কের দু'ধারে পথবাতি বসানো হয়েছে। দীপাবলির আগেই পথবাতির আলোয় সেজেছে ঘাটাল।

Bangla Editor | News18 Bangla
Updated:Oct 24, 2019 10:24 AM IST
#EgiyeBangla: আলোয় সেজেছে ঘাটাল, পরিবহণ দফতরের আর্থিক সহায়তায় বসানো হয়েছে ৩৭০ পথবাতি, ১৩ হাইমাস্ট আলো
Bangla Editor | News18 Bangla
Updated:Oct 24, 2019 10:24 AM IST

#ঘাটাল: পরিবহণ দফতরের আর্থিক সহায়তায় ঘাটালে পথবাতি লাগানো হয়েছে। খরচ হয়েছে ৩ কোটি টাকা। প্রথম পর্যায়ে রাজ্য সড়কের দু'ধারে পথবাতি বসানো হয়েছে। দীপাবলির আগেই পথবাতির আলোয় সেজেছে ঘাটাল।

পশ্চিম মেদিনীপুরের ঘাটাল শহরের ১৭টি ওয়ার্ডে পথবাতি লাগানোর দাবি ছিল দীর্ঘদিনের। বিশেষ করে ঘাটাল শহরের উপর দিয়ে গিয়েছে ঘাটাল পাঁশকুড়া চার নম্বর রাজ্য সড়ক। পরিবহণ দফতরের কাছে রাজ্য সড়কের দু'ধারে পথবাতি বসানোর আবেদন জমা পড়েছিল। পুর কর্তৃপক্ষের দাবি মেনে পরিবহণ দফতর আর্থিক বরাদ্দ করে। প্রথম পর্যায়ে রাজ্য সড়কের দু'ধারে পথবাতি বসানো হয়েছিল।

- ৩ কোটি টাকা খরচে ঘাটালে পথবাতি লাগানো হয়েছে

- রাজ্য সড়কের দু'ধারে ৩৭০ পথবাতি লাগানো হয়েছে

- ঘাটাল শহরের বিভিন্ন জায়গায় ১৩টি হাইমাস্ট আলো লাগানো হয়েছে

Loading...

কুশপাতা থেকে দু'নম্বর ওয়ার্ড ও বিবেকানন্দ মোড় হয়ে পুরোন বাসস্ট্যান্ড পর্যন্ত পথবাতি বসানো হয়েছে। দীপাবলির আগেই আলোয় ঝলমলে ঘাটাল।

First published: 10:22:46 AM Oct 24, 2019
পুরো খবর পড়ুন
Loading...
अगली ख़बर