• Home
 • »
 • News
 • »
 • national
 • »
 • জিএসটির জেরে কতটা বাড়তে চলেছে মোবাইল ও ডেটা খরচ ?

জিএসটির জেরে কতটা বাড়তে চলেছে মোবাইল ও ডেটা খরচ ?

জিএসটি লাগু হলে মোবাইলের বিলে কী কী পরির্বতন হতে চলেছে দেখে নিন-

জিএসটি লাগু হলে মোবাইলের বিলে কী কী পরির্বতন হতে চলেছে দেখে নিন-

জিএসটি লাগু হলে মোবাইলের বিলে কী কী পরির্বতন হতে চলেছে দেখে নিন-

 • Share this:

  #নয়াদিল্লি: ১৭ বছরের অপেক্ষার শেষে চালু হল এক দেশ এক কর। ১৯৪৭ সালের পর ২০১৭। ৭০ বছর পর আবারও সংসদে মধ্যরাতের অধিবেশন। আবারও রচিত ইতিহাস ৷ মধ্যরাতের অধিবেশনে সংসদের সেন্ট্রাল হলে অ্যাপের মাধ্যমে চালু হল GST অর্থাৎ Goods and Services Tax ৷

  ঘড়ির কাঁটা রাত ১২ টার ঘর ছুঁতেই অ্যাপের বোতাম টিপে এক দেশ এক কর-এর যাত্রা শুরু করলেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৷ এরই সঙ্গে ১৭ ধরনের ট্যাক্স ও ২৩ ধরনের সেস-এর অবসান ঘটিয়ে লাগু হল GST ৷ পাঁচশোরও বেশি করের ধার ঘুচিয়ে এখন এক দেশ এক কর এক বাজার

  এর জেরে যেমন বেশ কিছু পণ্যের দাম কমতে পারে, তেমনই কিছু বিলাসবহুল দ্রব্যের দাম বাড়তে পারেও বলেও আশঙ্কা করা হচ্ছে । মোবাইলের বিল বাড়তে চলেছে জিএসটির জন্যে ৷

  জিএসটি লাগু হলে

  First published: