#নয়াদিল্লি: নোট বাতিলের কি প্রভাব পড়ল অর্থনীতিতে? কিছুটা সুফল কি পেলেন সাধারণ মানুষ? নাকি কেন্দ্রের সিদ্ধান্তের জেরে আম-আদমির ঘাড়ে চাপল বাড়তি বোঝা? দেশের আর্থিক ছবিটাও কি আদৌ বদলাল? গত ৬ মাসের আর্থিক পরিসংখ্যান বিশ্লেষণ করে আসছে চমকে দেওয়া তথ্য। এটা হলফ করেই বলা যায় যে, স্বাধীনতার পর আর কোনও আর্থিক সিদ্ধান্ত দেশবাসীর জীবনে এমন প্রভাব ফেলতে পারেনি।
নোট বাতিলের পর কেটে গিয়েছে একবছরেরও বেশি। এর প্রভাব নিয়ে এখনও চলছে কাঁটাছেড়া।
নোট বাতিলের আর্থিক প্রভাব কোনও একদিন বোঝা যেতেই পারে। কিন্তু এর সামাজিক প্রভাব পুরোপুরি বোঝা কখনই সম্ভব নয়।
নোট বাতিলের কিছু আর্থিক সুফল ইতিমধ্যেই স্পষ্ট।
গত অর্থবর্ষে আয়কর রিটার্ন দাখিলের হার বেড়েছে ১৮ শতাংশ লেনদেন প্যান কার্ডের ব্যবহার তিনগুণ বেড়েছে সাড়ে ৪ লক্ষ সন্দেহজনক অ্যাকাউন্টের ওপর নজরদারি দুই ধাপে প্রায় ৯৩ হাজার কোটির অবৈধ আয় ঘোষণা ১৮ লক্ষ সন্দেহজনক লেনদেন চিহ্নিত ২২ হাজার আয়কর রিটার্নে ধরা পড়েছে অসঙ্গতি নোটবাতিল পর্বের পর ডিজিটাল লেনদেন কমলেও আগের তুলনায় তা বেড়েছে
তবে মাত্র ১৬ হাজার কোটির কালো টাকা ছাড়া বাকি পুরোটাই অর্থনীতিতে ফেরৎ আসায় ভবিষ্যতে বিপর্যয়ের সম্ভাবনা। এর জেরে একদিকে লাগাম ছাড়াতে পারে মুদ্রাস্ফীতি। অন্যদিকে কমবে মুদ্রাস্ফীতি
২০১৭-১৮ সালের প্রথম ত্রৈমাসিকে আর্থিক বৃদ্ধি কমে ৫.৭ শতাংশ এই হার গত ৩ বছরে সর্বনিম্ন নোট ছাপার খরচ বেড়েছে ১৩৩ শতাংশ ৫ লক্ষ ৫৪ হাজার কোটির নতুন ব্যাঙ্ক নোট এসেছে অর্থনীতিতে বিপুল নোট ছাপাতে রেকর্ড খরচ
আর আম-জনতা? যারা ৫০ দিন ধরে সবচেয়ে বেশি হয়রানির শিকার হলেন? ভোরে উঠে নিজের টাকা তুলতে লাইন দিলেন ব্যাঙ্কে? ব্যাঙ্কের লাইনে অসুস্থ হয়ে মৃত্যু হল যাদের? তাদের ক্ষতি কিভাবে মাপা সম্ভব?
নোটবাতিলের সামাজিক প্রভাব নিয়ে সেন্টার ফর সিভিল সোসাইটির গবেষণায় উঠে আসা তথ্য দেখলে চমকে যেতে হয়
দেশের ৯০ শতাংশ মানুষের কর্মসংস্থান করে অসংগঠিত ক্ষেত্র নোট বাতিলে এই ক্ষেত্রই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত উত্তরপ্রদেশ, দিল্লি, মহারাষ্ট্রেই কাজ হারাতে হয় ৭ লক্ষ শ্রমিককে নতুন বছরেও এদের অনেকেই এখনও বেকার দেশে ঝাঁপ বন্ধ করে দেড় লক্ষ ক্ষুদ্র ও মাঝারি শিল্প ইউনিট
নোট বাতিল পর্বে প্রায় ৯০ বার নিয়ম বদলেছিল কেন্দ্র। এর জেরেও প্রবল হয়রানির মুখে পড়ে মানুষ। স্বাধীনতার পর কোনও একটি পদক্ষেপকে ঘিরে দেশবাসীর জীবন এমনভাবে বদলে যায়নি।