নয়াদিল্লি: প্রথমে বিজয় মালিয়া ৷ তারপর মেহুল চোকসি ও নীরব মোদি ৷ রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্কগুলিকে কার্যত ‘লুঠ’ করেই দেশ ছেড়ে অন্যত্র গা ঢাকা দিয়েছেন ৷ হাজার হাজার কোটি টাকা ব্যাঙ্ক প্রতারণা মামলায় যুক্ত তারা ৷ শেষপর্যন্ত রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্কগুলির জন্য অনেকটাই স্বস্তির খবর ৷ মেহুল, মালিয়াদের থেকে উদ্ধার হওয়া ৯,৩৭১.১৭ কোটি টাকা ব্যাঙ্কগুলিকে ফিরিয়ে দিল এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট (ইডি) ৷
সবমিলিয়ে ২২ হাজার ৮৮৫ কোটি ৫৩ লক্ষ টাকার প্রতারণা ভারতের বিভিন্ন ব্যাঙ্ক থেকে করেছিলেন নীরব, মেহুল, মালিয়ারা ৷ পরে তিন জনই দেশ ছেড়ে পালান ৷ তাদের দেশে ফেরানোর সবরকম চেষ্টাই শুরু হয়ে গিয়েছে ৷ তদন্তকারী অফিসাররা মেহুলকে গ্রেফতারের জন্য ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের ডমিনিকা পর্যন্ত পৌঁছে যান ৷ মেহুল-নীরবদের দেশে, বিদেশে ছড়িয়ে থাকা প্রচুর সম্পত্তি বাজেয়াপ্ত করার কাজ শুরু করে তারা। জানা গিয়েছে, ইতিমধ্যেই ১৮ হাজার ১৭০ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইডি। অর্থাৎ সবমিলিয়ে যে পরিমাণ টাকা এই তিন জন প্রতারণা করেছেন, তার ৮০ শতাংশ বাজেয়াপ্ত করেছে ইডি।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: ED