#কলকাতা: ভোটের নির্ঘণ্ট জারি হওয়ার কিছু দিন আগে সিবিআই হানা দিয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। আর নির্ঘণ্ট জারি হওয়ার পরেই কুনাল ঘোষকে তলব করল ইডি। আজ ১১টার সময়ে সিজিও কমপ্লেক্সে উপস্থিত হবেন কুনাল ঘোষ। অকুতোভয় কুনাল বলছেন, ২০১৩ থেকে সাহায্য করেছি, এবারও যাব। প্রয়োজনে ১০০ বার যাব।
তবে ভোটের মুখে ইডি-সিবিআই তৎপরতাকে এই সংস্থাগুলির রাজনীতিকরণ হিসেবেই দেখছে কুনাল। আত্মবিশ্বাসী কুনালের দাবি, ভোটের মুখে নোটিস পাঠিয়ে তাঁকে ঘরবন্দি করা যাবে না।
সোমবার ইডির নোটিস সামনে আসতেই কুণাল ঘোষ সুর চড়ান। বলেন, তাঁকে ইডি যেমন তলব করছে, একই সঙ্গে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার উচিত সারদা কর্তা সুদীপ্ত সেনের লেখা চিঠি নিয়েও তদন্তে নামা৷ কুণাল বলেন, 'সুদীপ্ত সেন চিঠিতে নাম ধরে ধরে লিখে বলেছেন কোন কোন নেতারা টাকা নিয়েছে৷ আমাদের বেলায় ইডি তলব করবে আর সুদীপ্ত সেনের চিঠির বিষয়ে চোখে ঠুলি পড়ে বসে থাকবে, এটা আমি আর হতে দেব না৷ আমি জ্ঞানত কোনও অন্যায় করিনি৷ এবারেও সবরকম সহযোগিতা করব৷ যদি ভেবে থাকে আমাকে ইডি-কে দিয়ে ডেকে পাঠালেই আমি ঘরে বসে যাব, তাহলে ওরা ভুল করছে৷ ' কুনাল যখন বিজেপিকে আক্রমণ করে বলছেন ভোটের আগে তাঁর মুখ বন্ধ করতেই এই তৎপরতা, পাল্টা আসরে নেমেছে বিজেপি। বিজেপি নেতা শমীক ঘোষ বলছেন, কুনাল ঘোষের মুখ বন্ধ করে রেখেছিল তৃণমূলই। তাঁর দীর্ঘ লড়াইয়ের সময়ে প্রায় জোর করেই মুখ বন্ধ রাখা হয়েছিল। শমীকের সার্টিফিকেট, তারা মুক্তকণ্ঠের পক্ষেই।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: CBI, ED, Kunal Ghosh, West Bengal Assembly Election 2021