#দিল্লি: ন্যাশনাল হেরাল্ড মামলায় সনিয়া গান্ধি এবং সনিয়া গান্ধিকে তলব করল ইডি৷ আগামিকাল, ২ জুন রাহুল গান্ধিকে তলব করা হয়েছে৷ অন্যদিকে সনিয়া গান্ধিকে ৮ জুন হাজিরা দিতে বলা হয়েছে৷
তবে দেশের বাইরে থাকায় তিনি ৫ জুনের পরে হাজিরা দিতে পারবেন বলে ইডি-র কাছে সময় চেয়ে নিয়েছেন রাহুল গান্ধি৷ যদিও বিজেপি-র রাজনৈতিক প্রতিহিংসার কারণেই ইডি-র এই পদক্ষেপ বলে অভিযোগ করেছে কংগ্রেস৷ তবে কংগ্রেস নেতা অভিষেক মনু সিঙ্ঘভি দাবি করেছেন, সনিয়া এবং রাহুল দু' জনেই ইডি-র মুখোমুখি হবেন৷
আরও পড়ুন: বিদেশে গিয়ে ভারতের ভাবমূর্তি নষ্ট করছেন রাহুল গান্ধি: আক্রমণ যোগী আদিত্যনাথের
ন্যাশনাল হেরাল্ড সংবাদপত্রের মালিকানা রয়েছে ইয়ং ইন্ডিয়া নামে একটি বেসরকারি সংস্থার হাতে৷ যে সংস্থার পৃষ্ঠপোষক কংগ্রেস৷ ন্যাশনাল হেরাল্ডে আর্থিক তছরূপের অভিযোগেই সনিয়া এবং রাহুল গান্ধিকে তলব করেছে ইডি৷ আর্থিক তছরূপ প্রতিরোধ আইনে দু' জনের বয়ান রেকর্ড করতে চান তদন্তকারীরা৷
কংগ্রেস নেতা অভিষেক মনু সিঙ্ঘভি অভিযোগ করেন, দেশ যে কঠিন সমস্যাগুলির মুখোমুখি হচ্ছে, তার থেকে মানুষের দৃষ্টি ঘুরিয়ে দিতেই এই পথ নিয়েছে মোদি সরকার৷ তবে যেহেতু এটি সামাজিক, আইনি, রাজনৈতিক এবং অর্থনৈতিক লড়াই, তাই দল এই লড়াই থেকে সরে আসবে না বলেই দাবি করেছেন কংগ্রেস নেতা৷
বিস্তারিত আসছে...নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: ED, Rahul Gandhi, Sonia Gandhi