#নয়াদিল্লি: পনজি স্কিমে প্রায় ২ হাজার কোটি টাকা তছরূপের অভিযোগে কে ডি সিংয়ের ২৩৮ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি৷ দেশের বিভিন্ন জায়গায় কে ডি সিংয়ের একাধিক সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইডি৷
কে ডি সিংয়ের যে সব সম্পত্তি ইডি বাজেয়াপ্ত করেছে, তার মধ্যে রয়েছে কুফরির একটি রিসর্ট, চণ্ডীগড়ে শো-রুম, পঞ্চকুলা ও হরিয়ানায় একাধিক সম্পত্তি ও ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিজ করা হয়েছে বলে খবর৷ ২০১৬ সাল থেকে কে ডি সিং ও তাঁর সংস্থা অ্যালকেমিস্ট ইনফ্রা রিয়েলিটি লিমিটেডের বিরুদ্ধে তদন্ত চালাচ্ছে সেবি৷
কেডি সিং ও তাঁর সংস্থার বিরুদ্ধে অভিযোগ, ২০১৫ সালের চিটফান্ডের মাধ্যমে জনগণের কাছ থেকে অবৈধ ভাবে ১ হাজার ৯১৬ কোটি টাকা তুলেছে৷ অ্যালকেমিস্ট দাবি করে, ২০১৫ সালে তারা সেবি-কে ১০৭৭ কোটি টাকা ফেরত দিয়েছে৷