#নয়াদিল্লি: নির্বাচনের সময় রাজনৈতিক দলের আশ্রয় নিয়ে কালো টাকা সাদা করার প্রচেষ্টায় এবার লাগাম টানতে চায় নির্বাচন কমিশন ৷ ভোটের ময়দানে পার্টি ফাণ্ডে দান হিসাবে কালো টাকার ব্যবহার বন্ধ করতে একটি সংশোধনী প্রস্তাব পেশ করেছে EC ৷
অজ্ঞাত সূত্র থেকে পার্টি ফাণ্ডে আসা টাকার উপর নজরদারি চায় কমিশন ৷ ১৯৫১ সালের রিপ্রেসেন্টেশন অফ দি পিপল অ্যাক্টের ২৯সি ধারা অনুযায়ী রাজনৈতিক দলগুলি ২০ হাজার টাকা পর্যন্ত বেনামী দান পাটি ফাণ্ডের জন্য গ্রহণ করতে পারে ৷ কিন্তু ২০,০০০ টাকার বেশি ডোনেশন গ্রহণ করলে দাতাকে একটি ডিক্লেরশন ও তার সঙ্গে কিছু নথি জমা করতে হয় ৷ এই আইনেই সংশোধন আনতে চেয়ে প্রস্তাব পেশ করেছে EC ৷
নিবার্চন কমিশনের সংশোধনী অনুযায়ী, বেনামী কোনও সূত্র বা না প্রকাশে আগ্রহী নয় এমন ব্যক্তি বা সংস্থার থেকে ১,৯৯৯ টাকার বেশি দান নেওয়া নিষিদ্ধ হতে চলেছে ৷ রাজনৈতিক দলগুলি যাতে ২০০০ টাকার উর্ধ্বে বেনামী ডোনেশন গ্রহণ না করে সেটাই নিশ্চিত করতে চায় কমিশন ৷ সংশোধনী পাশ হওয়ার পর দানের মূল্য ২০০০ টাকার বেশি হলেই নথি জমা করতে হবে দাতাকে ৷ অতএব কালো টাকা সাদা করার মেশিন হিসেবে ভোট বাজারের ব্যবহার বন্ধ করতে চাইছে ভারতের নির্বাচনী কমিশন ৷
এর আগেই শুক্রবার কেন্দ্রীয় সরকারের নোট বাতিলের নয়া বিধি নিয়ে বিতর্ক তুঙ্গে ৷ রাজনৈতিক দলগুলিকে টাকা জমার ক্ষেত্রে ছাড়ের বিধির সমালোচনায় সাধারণ মানুষ থেকে রাজনীতিবিদরা ৷
কেন্দ্রীয় অর্থসচিব অশোক লাভাসা থেকে রাজস্ব সচিব হাসমুখ আঢ়িয়া জানান, রাজনৈতিক দলের অ্যাকাউন্টে যত পরিমাণ বাতিল নোট বা টাকা জমা পড়ুক না কেন, তাতে কখনই আয়কর দফতর হস্তক্ষেপ করবে না ৷ কারণ, রাজনৈতিক দলগুলিকে কোনও কর দিতে হয় না ৷ তাই দলীয় অ্যাকাউন্ট বা রাজনৈতিক দলগুলি আয়কর আইনের আওতার বাইরে ৷ এই অ্যাকাউন্টে জমা পড়া টাকার উৎস কখনই জানতে চাইতে পারে না আয়কর দফতর ৷ অতএব কোনও উর্ধ্বসীমা ছাড়াই সমস্ত পার্টির কোষাধ্যক্ষরা যত খুশি নোট জমা দিতে পারেন ৷ কিন্তু লাখ লাখ টাকা জমা পড়লেও কোনও আরবিআই ও আয়কর দফতরের কড়া নজরের বাইরে রাজনৈতিক দলগুলির অ্যাকাউন্ট ৷ শুনতে অবাক লাগলেও কেন্দ্রীয় সরকারের নোট বাতিল বিধি এমন কথাই বলছে ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Anonymous donations, Arun Jaitley, Black money, Donation To Political Party, Election Commission, Political Party