হোম /খবর /দেশ /
ট্যুইটারে বিতর্কিত ভিডিও আপলোডের জেরে কেজরিওয়ালকে নোটিস কমিশনের

ট্যুইটারে বিতর্কিত ভিডিও আপলোডের জেরে কেজরিওয়ালকে নোটিস কমিশনের

আগামিকাল, শনিবার বিকেল ৫টা-র মধ্যে কেজরিওয়ালকে উত্তর দেওয়ার নির্দেশ দিয়েছে কমিশন ৷

  • Last Updated :
  • Share this:

#নয়াদিল্লি: আগামিকাল, শনিবার দিল্লি বিধানসভা নির্বাচন ৷ তার আগে আপ পার্টির প্রধান এবং দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে নোটিস পাঠাল নির্বাচন কমিশন ৷ সম্প্রতি নিজের ট্যুইটার হ্যান্ডেলে বিতর্কিত ভিডিও আপলোড করেছেন কেজরিওয়াল ৷ যা নিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে বলে মনে করছে কমিশন ৷ আগামিকাল, শনিবার বিকেল ৫টা-র মধ্যে কেজরিওয়ালকে উত্তর দেওয়ার নির্দেশ দিয়েছে কমিশন ৷

ভোট বড় বালাই। কর্মপথের পাশাপাশি ঝাড়ু তাই ধর্মপথেও। ভোটের আগের দিন, দিল্লির মন্দিরে বিজেপির রাজ্য সভাপতি। মন্দির রাজনীতিতে অরবিন্দ কেজরিওয়ালও। ভোটের আগের দিন, দিল্লিতে যুযুধান দুই দলের নেতা, মন্দিরে মন্দিরে। ভোট বড় বালাই। তাই কখনও হনুমান চল্লিশা পাঠ। কখনও আবার সোজা হনুমান মন্দিরে। দিল্লি ভোটের ঠিক আগের দিন, শুক্রবার, কনট প্লেসের হনুমান মন্দিরে পুজো দেন অরবিন্দ কেজরিওয়াল। দিল্লি বিজেপির সভাপতি, মনোজ তিওয়ারিও ভোটের আগের দিন মন্দিরে

কখনও ভাল ফলের আশায় মন্দিরে...কখনও আবার ফুরফুরে থাকতে লে ছক্কা....! পর্যবেক্ষকদের মতে, দিল্লির ভোটে CAA বিরোধী শাহিনবাগ আন্দোলনকে বড় অস্ত্র করতে চেয়েছে বিজেপি। এই অস্ত্রে শান দিয়েই মেরুকরণের পালে হাওযা তোলার অভিযোগ উঠেছে পদ্মশিবিরের বিরুদ্ধে। পালটা হিসেবে কংগ্রেস সুর চড়ালেও অরবিন্দ কেজরিওয়াল কিন্তু শাহিনবাগ থেকে দূরেই থেকেছেন। রাম মন্দির নির্মাণে ট্রাস্ট তৈরির যে ঘোষণা নরেন্দ্র মোদি করেছেন, তাকেও স্বাগত জানিয়েছেন। এবার তিনি হনুমান মন্দিরে। রাজনৈতিক মহলের ধারণা, কেজরিওয়াল হয়ত চাইছেন না, তাঁর গায়ে মুসলিম দরদী কোনও তকমা বিজেপি সেঁটে দেওয়ার সুযোগ পাক। তিনি তাই নরম হিন্দুত্বেরই পথে। কেজরিওয়ালেরও অস্ত্র তাই মন্দির রাজনীতি।

Published by:Siddhartha Sarkar
First published:

Tags: Arvind Kejriwal, Election Commission