#নয়াদিল্লি: শুক্রবার রাতে শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে দিল্লি-সহ উত্তর ভারতের বহু এলাকা। রাত সাড়ে ১০টা নাগাদ উত্তর ভারতের একাংশে ভূকম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬.৩। তবে এখনও পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস)-র তরফে জানানো হয়েছে, শুক্রবার রাত ১০টা ৩৪ মিনিটে ওই ভূমিকম্প হয়। কয়েক সেকেন্ডের জন্য তা স্থায়ী ছিল। এসিএস সূত্রে খবর, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল তাজিকিস্তানে। যদিও ওই সংস্থা থেকে প্রথমে জানানো হয়েছিল যে পাঞ্জাবের অমৃতসর থেকে ২১ কিলোমিটার দূরে ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল। ওই এলাকায় মাটি থেকে প্রায় ১০ কিলোমিটার গভীরে এর উৎস বলেও প্রাথমিক ভাবে জানিয়েছে এনসিএস। একই সঙ্গে, প্রাথমিক ভাবে রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ৬.১ বলা হলেও পরে সেই তথ্য সংশোধন করে জানানো হয় যে ওই মাত্রা ছিল ৬.৩।
এই ঘটনার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় নিজেদের আতঙ্ক-আশঙ্কা-প্রার্থনার কথা শেয়ার করতে শুরু করেন অনেকে। সেই তালিকায় রয়েছেন সেলেব থেকে সাধারণ মানুষ। #Earthquake দ্রুত টুইটারে ট্রেন্ডিং হয়ে ওঠে।অনেকেই ছবি ভিডিও পোস্ট করে নিজেদের মনের আতঙ্কের কথা লিখেছেন। অনেকেই আবার জীবনের জয়গান গেয়ে ভালোবাসা ছড়িয়ে দেওয়ার কথা মনে করিয়ে দিয়েছেন। অনেকেরই আবার আতঙ্ক ফের এমন দুঃস্বপ্নের রাত আসবে না তো?
No reports of any damage so far in Amritsar or other parts of Punjab following the #earthquake. Top officials of @PunjabPoliceInd & local administration are keeping a close watch on the situation. Praying for everyone’s safety. https://t.co/DKNNvFMPwE
— Capt.Amarinder Singh (@capt_amarinder) February 12, 2021
Not since the earthquake of 2005 have the tremors in Srinagar been bad enough to force me out of the house. I grabbed a blanket & ran. I didn’t remember to take my phone & so was unable to tweet “earthquake” while the damn ground was shaking.
— Omar Abdullah (@OmarAbdullah) February 12, 2021
I shunned the blanket and grabbed my camera bag and ran out
— Javed Dar جاوید ڈار (@javeddar786) February 12, 2021
Earthquake tremors felt in Delhi. Praying for everyone's safety. https://t.co/8fU8TGQLiE
— Arvind Kejriwal (@ArvindKejriwal) February 12, 2021
#JUSTIN: An #earthquake of 6.1-magnitude struck #Punjab at 10.34pm on Friday, sending tremors across north India, including #Delhi NCR and parts of #UttarPradesh.
— SkymetWeather (@SkymetWeather) February 12, 2021
An earthquake of magnitude 6.1 on the Richter scale hit Amritsar, Punjab at 10:34pm today: National Centre for Seismology #earthquake pic.twitter.com/ywI34bDv6s
— Anmol Singh Gulati (@AnmolSingh2110) February 12, 2021
#Earthquake - a reminder that life is too short to waste in hate n selfishness! Spread love n Joy.
— Sayema (@_sayema) February 12, 2021
A reminder that life is too short....so please stand with truth .. atleast shanti sae maar paoge
— Inesha Sengupta (@IneshaSengupta2) February 12, 2021
Earthquake measuring 6.1 richter scale in Amritsar. Tremors felt in the capital. Hope all are safe and no damage. Pls stay safe. #earthquake
— KhushbuSundar ❤️ (@khushsundar) February 12, 2021
ভূমিকম্পের জেরে বেশ কিছুক্ষণের জন্য আতঙ্ক ছড়ায় রাজধানী দিল্লি এবং তার আশপাশের এলাকায়। আতঙ্কিত দিল্লিবাসীরা নিজেদের ঘরবাড়ি থেকে রাস্তায় বেরিয়ে আসেন। একই চিত্র দেখা গিয়েছে পাঞ্জাব, হরিয়ানা, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড এবং জম্মু ও কাশ্মীর-সহ উত্তর ভারতের বহু রাজ্যে।