• Home
 • »
 • News
 • »
 • national
 • »
 • ৩ দিনে ৩ বার কাঁপল রোহতক, বড় বিপদের আশঙ্কায় আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা

৩ দিনে ৩ বার কাঁপল রোহতক, বড় বিপদের আশঙ্কায় আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

শনিবার রাত ৯.১১ মিনিটে কম্পন অনুভূত হয় । রিখটার স্কেলে মাত্রা ছিল ২.৪ ।

 • Share this:

  #হরিয়ানা: ফের ভূমিকম্পে কেঁপে উঠল হরিয়ানা রোহতক । ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির দেওয়া রিপোর্ট অনুযায়ী, শনিবার রাত ৯.১১ মিনিটে কম্পন অনুভূত হয় । রিখটার স্কেলে মাত্রা ছিল ২.৪ । রোহতক থেকে ৩ কিলোমিটার উত্তর-পশ্চিমে ভূমিকম্পের উৎসস্থল ।

  এটাই প্রথম নয় । সম্প্রতি বেশ কয়েকটি কম্পনে বার বার কেঁপে উঠেছে হরিয়ানার এই অংশ । ফলে বড় বিপদের আশঙ্কায় আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা । স্থানীয় প্রশাসন জানিয়েছে , শেষ তিনদিনে ৩ বার ভূমিকম্প অনুভূত হয়েছে । শুক্রবার ২.৮ ম্যাগনিটিউডের একটি কম্পন অনুভূত হয় । বৃহস্পতিবারেও ২.৮ ম্যাগনিটিউডের একটি কম্পন হয় । তবে তিনদিনের তিনটি কম্পনে তেমন কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি ।

  প্রসঙ্গত , ১২ এপ্রিল থেকে ২৭ মে রাত পর্যন্ত দিল্লি এবং তৎসংলগ্ন অঞ্চলে ১৮টি কম্পন অনুভয়ত হয়েছে ছোট-বড় মিলিয়ে । তার মধ্যে রোহতকে ৮টি কম্পন অনুভূত হয়েছে ।

  Published by:Shubhagata Dey
  First published: