corona virus btn
corona virus btn
Loading

একই দিনে তিন বার কেঁপে উঠল দেশ, এ বার ভূমিকম্প মিজোরামে

একই দিনে তিন বার কেঁপে উঠল দেশ, এ বার ভূমিকম্প মিজোরামে

মিজোরামের চাম্ফাইয়ের ৯৮ কিলোমিটার দক্ষিণ-পূর্বে ছিল ভূমিকম্পের উৎসস্থল ৷

  • Share this:

#আইজল: সারাদিনে মোট তিন বার ৷ বৃহস্পতিবার এই নিয়ে মোট তিন বার কেঁপে উঠল দেশের বিভিন্ন প্রান্ত ৷ আন্দামান-নিকোবর, দিল্লির পর এ বার মিজোরাম ৷ রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৫ ৷

মিজোরামের চাম্ফাইয়ের ৯৮ কিলোমিটার দক্ষিণ-পূর্বে ছিল ভূমিকম্পের উৎসস্থল ৷ এ দিন সন্ধে ৭টা ২৯-এ ভূমিকম্প হয় ৷ তবে কোনও ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর নেই ৷ গত কয়েকদিন ধরেই বারবার কেঁপে উঠেছে দেশের বিভিন্ন প্রান্ত ৷ দিল্লি আর গুজরাত য়ার মধ্য়ে অন্য়তম ৷ তবে ক্ষয়ক্ষতির তেমন খবর পাওয়া যায়নি ৷

Published by: Simli Raha
First published: June 18, 2020, 10:55 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर