#গুয়াহাটি: করোনা, লকডাউন, আমফান ৷ পরপর ধাক্কায় বিপর্যস্ত জনজীবন ৷ এবার আবার ভূমিকম্প ! সোমবার রাতে কেঁপে উঠল উত্তর-পূর্ব ভারতের একাংশ ৷ এদিন রাত ৮টা ১২ মিনিট নাগাদ কম্পন অনুভূত হয় মণিপুরে ৷ পাশাপাশি ভূমিকম্পে কেঁপে ওঠে গুয়াহাটি-সহ অসমের একাংশ, মেঘালয়, নাগাল্যান্ড এবং মিজোরাম ৷ রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল এদিন ৫.৪ ৷ (সংবাদসংস্থা ANI জানিয়েছে কম্পনের মাত্রা ৫.৫ )
An earthquake with a magnitude of 5.5 on the Richter Scale hit 15 km West of Moirang in Manipur at 20:12 hours today: National Center for Seismology (NCS)
— ANI (@ANI) May 25, 2020
ভূমিকম্পের উৎসস্থল ছিল মণিপুরের কাকচিং এলাকার ১১ কিমি দক্ষিণ পশ্চিমে ভূগর্ভ থেকে প্রায় ৪০ কিমি গভীরে। ত্রিপুরাতেও এদিন ভালমতোই কম্পন অনুভূত হয় ৷ যার ফলে আতঙ্কও ছড়ায় সর্বত্র ৷
Earthquake of Magnitude:5.4, Occurred on:25-05-2020, 20:12:15 IST, Lat:24.4 N & Long: 93.7 E, Depth: 40 Km, Region: Distt Churachandpur , Manipur
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Earthquake, Guwahati