#কাটরা: ভূমিকম্পে কেঁপে উঠল ভূস্বর্গ । শুক্রবার সকাল ৪টে ৫৫ মিনিট নাগাদ জম্মু-কাশ্মীরের কাটরায় কম্পন অনুভূত হয় । রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৩.৯ । কম্পনের তীব্রতা কম থাকায় তেমন কোনও ক্ষয়ক্ষতি হয়নি বলেই জানা গিয়েছে । কোনও হতাহতেরও খবর নেই । কম্পনের উৎসস্থল ছিল কাটরা থেকে ৮৮ কিমি পূর্বে ।
গতকাল, বৃহস্পতিবার সন্ধে ৬টা ৩৮ মিনিটে কেঁপে উঠেছিল জম্মু-কাশ্মীর । কম্পনের তীব্রতা ছিল ৪.১ । বৃহস্পতিবারের পর ফের শুক্রবার সকালে ভূমিকম্প হওয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে ।
এ ছাড়াও গত ২৭ জুন ৪.৪ তীব্রতার কম্পন হয়েছিল জম্মু-কাশ্মীরে ।বৃহস্পতিবার দেশের বিভিন্ন জায়গা বিভিন্ন সময় কেঁপে উঠেছে । গুজরাত, মেঘালয়, বারাক উপত্যকায় কম্পন হয়েছে ।