Home /News /national /
Earthquake: ভারতে অব্যাহত ভূমিকম্প, এবার কেঁপে উঠল মণিপুর

Earthquake: ভারতে অব্যাহত ভূমিকম্প, এবার কেঁপে উঠল মণিপুর

এবার কেঁপে উঠল মণিপুর! রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৩.৭

 • Share this:

  #মণিপুর: ভারতে অব্যাহত ভূমিকম্প... এবার কেঁপে উঠল মণিপুর! রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৩.৭। এদিন মণিপুরের জিরাবাম অঞ্চলে মৃদু কম্পন অনুভূত হয়। আতঙ্কিত বাসিন্দারা বাড়ি ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন, তবে এখনও পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতির ঘটনা সামনে আসেনি। গতবছর মে মাসে ভূমিকম্প হয়েছিল মণিপুর, গুয়াহাটি-সহ অসমের একাংশ, মেঘালয়, নাগাল্যান্ড এবং মিজোরামে ৷ রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৪ ৷

  গত মাসে লাগাতার ভূমিকম্প হয় ভারতের নানা প্রান্তে। ১২ ফেব্রুয়ারি কেঁপে ওঠে উত্তর ভারতের বিস্তীর্ণ অংশে। শুক্রবার রাত ১০ টা ৩১ মিনিট ৩৩ সেকেন্ডে আফগানিস্তানের ফয়জাবাদের ২৮৫ কিলোমিটার পূর্ব ও উত্তর-পূর্বে ভূপৃষ্ঠের ৭৪ কিলোমিটার গভীরে ভূমিকম্পের উৎসস্থল ছিল। ফলে শুক্রবার রাতে কম্পন অনুভূত হয় পঞ্জাব, দিল্লি, উত্তরাখণ্ড, জম্মু ও কাশ্মীরে-সহ উত্তর ভারতের একাধিক অঞ্চলে। এর ঠিক ৩ দিনের ব্যবধানে ভূমিকম্প হয় বিহারের রাজধানী পটনায়। কম্পন অনুভূত হয় নালন্দা থেকে ২০ কিমি উত্তর-পশ্চিমে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৩.৫।

  Published by:Rukmini Mazumder
  First published:

  Tags: Manipur

  পরবর্তী খবর