#কলকাতা: প্রবল কম্পন কেঁপে উঠল অসম , উত্তর পূর্ব ভারত থেকে পশ্চিমবঙ্গ৷ ভূমিকম্প এত জোরালো ছিল যে কলকাতা সহ দক্ষিণবঙ্গেও কম্পন অনুভূত হয় বলে শোনা যাচ্ছে৷
এরপরেই সমস্ত মহল থেকে চিন্তা শুরু হয়৷ সব পরিস্থিতির মোকাবিলায় তাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হওয়ার আশ্বাস দিয়েছে কেন্দ্র সরকার৷ ঘটনার পরেই ট্যুইট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ প্রধানমন্ত্রী মোদি ফোনও করেন অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনওয়ালকে৷
Spoke to Assam CM Shri @sarbanandsonwal Ji regarding the earthquake in parts of the state. Assured all possible help from the Centre. I pray for the well-being of the people of Assam.
— Narendra Modi (@narendramodi) April 28, 2021
Have spoken to the Chief Minister of Assam, Shri @sarbanandsonwal ji, to assess the condition in different parts of the state after an earthquake. The central government stands firmly with our sisters and brothers of Assam. Praying for everyone’s safety and well-being.
— Amit Shah (@AmitShah) April 28, 2021
বুধবার সকালে প্রবল কম্পন অনুভূত হয় তেজপুরে৷ National Centre of Seismology জানিয়েছেন রিখটার স্কেলে প্রথম কম্পনের মাত্রা ছিল ৬.৪৷ প্রথম কম্পনটি অনুভূত হয় সকাল ৭.৫১ এ৷ পাওয়া তথ্য অনুযায়ি ভূমিকম্পের উপকেন্দ্র তেজপুর থেকে ৪৩ কিলোমিটার পশ্চিমে৷
এরপর দু‘টি আফটার শক অনুভূত হয়৷ একটি ৭.৫৫ ও অন্যটি তার কয়েক মিনিট পরেই আসে৷ রিখটার স্কেলে এগুলির মান ৪.৩ ও ৪.৪৷ উত্তরবঙ্গ ও অসমের বিভিন্ন এলাকায় প্রবল কম্পনের খবর সামনে আসতে শুরু করে৷ লোকের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে৷ অসমের মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এই ভূমিকম্পের বিষয়টি ট্যুইট করে জানান৷ যাঁরা ভূমিকম্প অনুভব করেছেন তাঁরা জানিয়েছেন প্রায় ৩০ সেকেন্ড কম্পন অনুভূত হচ্ছিল৷ বিল্ডিং পুরো কাঁপতে থাকে৷ The US Geological Survey জানিয়েছে ভূমিকম্পের উৎসস্থল ছিল মাটির তলায় ২৯ কিলোমিটার ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Earthquake, Narendra Modi