#শ্রীনগর: প্রকৃতির রুদ্ররোষ শুরু হয়েছে যেন। গুজরাতের পর কাশ্মীরেও জোরালো ভূমিকম্প অনুভূত হল রবিবার। জম্মু- কাশ্মীরের কাতরার কাছে এদিন রাত ৮ টা ৩৫ মিনিট নাগাদ কম্পন অনুভূত হয়। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির দেওয়া তথ্য অনুযায়ী ভূমিকম্পের তীব্রতা ছিল রিখটার স্কেলে ৩.০। ভূমিকম্পের উৎসস্থল ছিল কাতরার ৯০ কিলোমিটার পূর্ব দিকে।
An earthquake of magnitude 3.0 struck 90 km east of Katra, Jammu and Kashmir at 8:35 pm today, as per initial data: National Center for Seismology (NCS) pic.twitter.com/FwtLfhObJE
— ANI (@ANI) June 14, 2020
উল্লেখ্য কাশ্মীরের কম্পনের কিছুক্ষণ আগেই ভূমিকম্পন অনুভূত হয় গুজরাটের ভূজ অঞ্চলে। রাজকোটের ১১৮ কিলোমিটার উত্তর-উত্তর পশ্চিম ছিল ভূমিকম্পের উৎসস্থল। কম্পনের মাত্রা ছিল ৫.৫। এই কম্পনের ফলে কোনও ক্ষয়ক্ষতির খবর মেলেনি।
গত দু'মাসে অন্তত ১৪ বার কম্পন অনুভূত হয়েছে রাজধানী দিল্লিতে। অনেক বিশেষজ্ঞই বলছেন, ছোট ছোট কম্পনগুলি একটি বড় ভূ-কম্পনের পূর্বাভাস।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।