Home /News /national /
গুজরাতের পর কাশ্মীর! হঠাৎ কেঁপে উঠল ভূস্বর্গও

গুজরাতের পর কাশ্মীর! হঠাৎ কেঁপে উঠল ভূস্বর্গও

হঠাৎ কম্পন অনুভূত হল কাশ্মীরের কাতরায়। প্রতীকী চিত্র।

হঠাৎ কম্পন অনুভূত হল কাশ্মীরের কাতরায়। প্রতীকী চিত্র।

গত দু'মাসে অন্তত ১৪ বার কম্পন অনুভূত হয়েছে রাজধানী দিল্লিতে। অনেক বিশেষজ্ঞই বলছেন, ছোট ছোট কম্পনগুলি একটি বড় ভূ-কম্পনের পূর্বাভাস।

 • Share this:

  #শ্রীনগর: প্রকৃতির রুদ্ররোষ শুরু হয়েছে যেন। গুজরাতের পর কাশ্মীরেও জোরালো ভূমিকম্প অনুভূত হল রবিবার। জম্মু- কাশ্মীরের কাতরার কাছে এদিন রাত ৮ টা ৩৫ মিনিট নাগাদ কম্পন অনুভূত হয়। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির দেওয়া তথ্য অনুযায়ী ভূমিকম্পের তীব্রতা ছিল রিখটার স্কেলে ৩.০। ভূমিকম্পের উৎসস্থল ছিল কাতরার ৯০ কিলোমিটার পূর্ব দিকে।

  উল্লেখ্য কাশ্মীরের কম্পনের কিছুক্ষণ আগেই ভূমিকম্পন অনুভূত হয় গুজরাটের ভূজ অঞ্চলে। রাজকোটের ১১৮ কিলোমিটার উত্তর-উত্তর পশ্চিম ছিল ভূমিকম্পের উৎসস্থল। কম্পনের মাত্রা ছিল ৫.৫। এই কম্পনের ফলে কোনও ক্ষয়ক্ষতির খবর মেলেনি।

  গত দু'মাসে অন্তত ১৪ বার কম্পন অনুভূত হয়েছে রাজধানী দিল্লিতে। অনেক বিশেষজ্ঞই বলছেন, ছোট ছোট কম্পনগুলি একটি বড় ভূ-কম্পনের পূর্বাভাস।

  Published by:Arka Deb
  First published:

  Tags: Earthquake, Earthquake hits Jammu and Kashmir

  পরবর্তী খবর