Home /News /national /
সাতসকালে ভূমিকম্পে কেঁপে উঠল গুজরাত, মৃদু কম্পন হিমাচল প্রদেশেও

সাতসকালে ভূমিকম্পে কেঁপে উঠল গুজরাত, মৃদু কম্পন হিমাচল প্রদেশেও

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

বৃহস্পতিবার সকাল ৭.৪০ নাগাদ রাজকোট, আমরেলি, জুনাগড়-সহ রাজ্যের একাধিক জেলায় কম্পন অনুভূত হয়।

 • Share this:

  #রাজকোট: ভূমিকম্পে কেঁপে উঠল গুজরাতের রাজকোট। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.৮। বৃহস্পতিবার সকাল ৭.৪০ নাগাদ রাজকোট, আমরেলি, জুনাগড়-সহ রাজ্যের একাধিক জেলায় কম্পন অনুভূত হয়।

  সাতসকালে ভূমিকম্প হওয়ায় আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। অনেকেই ভয়ে বাড়ির বাইরে বেরিয়ে আসেন। তবে শেষ পাওয়া খবর অনুযায়ী কোনও প্রাণহানির ঘটেনি।

  ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির দেওয়া তথ্যানুযায়ী, ভূমিকম্পের উৎসস্থল রাজকোটের ২২ কিমি দক্ষিণ পশ্চিমে। এই নিয়ে দ্বিতীয়বার ভূমিকম্প হল গুজরাতে। প্রথমবার ৫ জুলাই ৪.২ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছিল মোদির রাজ্য। উৎসস্থল ছিল কচ্ছ জেলার ভাচাউ। ভূপৃষ্ঠ থেকে ১৪ কিমি গভীরে ছিল উৎসস্থল।

  বৃহস্পতিবারই হালকা ভূমিকম্পে কেঁপে ওঠে হিমাচল প্রদেশের উনা। রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ২.৩। ভোর ৪.৪৭ মিনিট নাগাদ কম্পন অনুভূত হয় ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি। এ দিনই  ভূমিকম্প হয় অসমের করিমগঞ্জে। সকাল ৭.৫৭ মিনিটে কেঁপে ওঠে অসম। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.১।

  Published by:Shubhagata Dey
  First published:

  Tags: Earthquake, Gujarat

  পরবর্তী খবর