#কচ্ছ: ফের ভূমিকম্পে কেঁপে উঠল গুজরতের কচ্ছ এলাকা। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.২। বলা হয়েছে কচ্ছ থেকে ১৪ কিমি দূরে ভাচৌ এলাকা ছিল ভূমিকম্পের কেন্দ্র।
প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে ১.৮, ১.৬, ১.৭ ও ২.১ কম্পনমাত্রার চারটি কম্পন হয় দুপুর ১.৫০ মিনিট থেকে ৪.৩২ মিনিটের মধ্যে। তারপর এই বড় ভূমিকম্প অনুভূত হয়।
Institute of Seismological Research (ISR) জানিয়েছে, গুজরাতের কচ্ছ জেলার উত্তর ও উত্তর পূর্বে ভাচৌ এলাকার থেকে ১৪ কিলোমিটার দূরে এই ভূমিকম্পের কেন্দ্র ছিল। কম্পন অনুভূত হয় বিকেল ৫.১১ নাগাদ। রিখটার স্কেলে সেই কম্পনের মাত্রা ছিল ৪.২।
এই একই অংশে ১৪ জুন কম্পন অনুভূত হয়েছিল। তখন রিখটার স্কেলে কম্পনমাত্রা ছিল ৫.৩। শুধু তাই নয়, সৌরাষ্ট্র এলাকায় বেশ কয়েকদিন ধরে একের পর এক কম্পন অনুভূত হচ্ছে। তাছাড়া, কচ্ছ ভূমিকম্পের ক্ষেত্রে অত্যন্ত ঝুঁকিপূর্ণ একটি এলাকা বলেও ইতিমধ্যে চিহ্নিত কারণ, সেখানে নিয়মিত কম্পন অনুভূত হয়। ২০০১ সালে গুজরাতের ভুজে মারাত্মক ভূমিকম্প হয়েছিল, যেখানে অসংখ্য মানুষের মৃত্যু হয়।