হোম /খবর /দেশ /
কেঁপে উঠল রাজধানী দিল্লি, করোনা আতঙ্কের মধ্যেই ভূমিকম্প

কেঁপে উঠল রাজধানী দিল্লি, করোনা আতঙ্কের মধ্যেই ভূমিকম্প

করোনা কাঁটার মধ্যেই কেঁপে উঠল রাজধানী

করোনা কাঁটার মধ্যেই কেঁপে উঠল রাজধানী

ঘরবন্দি দশার মধ্যে হঠাৎ ভূমিকম্প অনুভূত হওয়ায় আতঙ্কের সৃষ্টি হয়েছে এলাকাবাসীর মনে।

  • Last Updated :
  • Share this:

#নয়াদিল্লি: করোনার জেরে বিধ্বস্ত দেশ। তার মাঝেই রবিবার বিকেল ৫টা ৪৫ মিনিট নাগাদ ভূমিকম্পে কেঁপে উঠল রাজধানী দিল্লি। শনিবার দুপুরে ভূমিকম্পের আচমকাই কেঁপে ওঠে রাজধানী। ভূমিকম্পে কেঁপেছে গুরগাও, গাজিয়াবাদও। কম্পন অনুভূত হয়েছে নয়ডা এনসিআর-এও। সংবাদসংস্থা সূত্রে খবর, ভূমিকম্পের পরিমাণ রিখটার স্কেলে ৩.৫। এখনও পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ভূকম্পনের উৎস মাটি থেকে ৮ কিলোমিটার গভীরে।

এই মুহূর্তে ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ৮ হাজার ছা়ড়িয়েছে। মৃতের সংখ্যা শেষ পাওয়া খবর পর্যন্ত ২৭৩ জন। রাজধানী দিল্লিতেও পাল্লা দিয়ে বাড়ছে সংক্রমণ। সংখ্যার বিচারে মহারাষ্ট্রের পরেই আছে দিল্লি। সংক্রমিত অন্তত ১০২৫। মৃত্যু হয়েছে ১৯ জনের। বহু এলাকা সিল করে দেওযা হয়েছে। এই ঘরবন্দি দশার মধ্যে হঠাৎ ভূমিকম্প অনুভূত হওয়ায় আতঙ্কের সৃষ্টি হয়েছে এলাকাবাসীর মনে।

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল টুইটারে লিখেছেন, "আমি আশা করছি সবাই নিরাপদে রয়েছেন। আমি সবার মঙ্গলকামনায় প্রার্থনা করব।"

Published by:Arka Deb
First published:

Tags: Corona Virus