#নয়াদিল্লি: করোনার জেরে বিধ্বস্ত দেশ। তার মাঝেই রবিবার বিকেল ৫টা ৪৫ মিনিট নাগাদ ভূমিকম্পে কেঁপে উঠল রাজধানী দিল্লি। শনিবার দুপুরে ভূমিকম্পের আচমকাই কেঁপে ওঠে রাজধানী। ভূমিকম্পে কেঁপেছে গুরগাও, গাজিয়াবাদও। কম্পন অনুভূত হয়েছে নয়ডা এনসিআর-এও। সংবাদসংস্থা সূত্রে খবর, ভূমিকম্পের পরিমাণ রিখটার স্কেলে ৩.৫। এখনও পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ভূকম্পনের উৎস মাটি থেকে ৮ কিলোমিটার গভীরে।
Earthquake tremors felt in Delhi-NCR. pic.twitter.com/TmR2dsmObh
— ANI (@ANI) April 12, 2020
এই মুহূর্তে ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ৮ হাজার ছা়ড়িয়েছে। মৃতের সংখ্যা শেষ পাওয়া খবর পর্যন্ত ২৭৩ জন। রাজধানী দিল্লিতেও পাল্লা দিয়ে বাড়ছে সংক্রমণ। সংখ্যার বিচারে মহারাষ্ট্রের পরেই আছে দিল্লি। সংক্রমিত অন্তত ১০২৫। মৃত্যু হয়েছে ১৯ জনের। বহু এলাকা সিল করে দেওযা হয়েছে। এই ঘরবন্দি দশার মধ্যে হঠাৎ ভূমিকম্প অনুভূত হওয়ায় আতঙ্কের সৃষ্টি হয়েছে এলাকাবাসীর মনে।
Tremors felt in Delhi. Hope everyone is safe. I pray for the safety of each one of you.
— Arvind Kejriwal (@ArvindKejriwal) April 12, 2020
দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল টুইটারে লিখেছেন, "আমি আশা করছি সবাই নিরাপদে রয়েছেন। আমি সবার মঙ্গলকামনায় প্রার্থনা করব।"
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Corona Virus