#নয়াদিল্লি: দেশজুড়ে করোনার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিকাকরণ অভিযোনের উপর জোর দেওয়া হয়েছে ৷ বর্তমানে ১৮-৪৪ বছরের ব্যক্তিদের টিকাকরণ প্রক্রিয়া চলছে ৷ তবে কেন্দ্রের তরফে ৪৫ উর্ধ্ব ব্যক্তিদের টিকারকরণের উপরে অগ্রাধিকার দেওয়া হয়েছে ৷ সরকারের তরফে এই সময় বাড়িতে বসে ৫০০০ টাকা আয় করার সুযোগ দেওয়া হচ্ছে ৷ যে কোনও ব্যক্তি ভ্যাকসিন লাগানোর ছবি ভাল ট্যাগলাইনের সঙ্গে শেয়ার করলে বাড়িতে বসে ৫০০০ টাকা পুরস্কার পেয়ে যাবেন ৷ অবশ্যই এর জন্য কিছু শর্ত রয়েছে ৷ দেখে নিন কী করতে হবে ৷
Recently took the #COVIDVaccine? Here's your chance to inspire millions to get #vaccinated too! Share your vaccination picture with an interesting tagline & stand a chance to win ₹5,000! Visit: https://t.co/rD28chyxrV @PMOIndia @MoHFW_India @PIB_India @MIB_India pic.twitter.com/DHoB3PKCwn
— MyGovIndia (@mygovindia) May 19, 2021
My Gov India-র ট্যুইটার হ্যান্ডেলে এই বিষয়ে জানানো হয়েছে ৷ ট্যুইটে বলা হয়েছে, কেউ যদি সম্প্রতি ভ্যাকসিন নিয়ে থাকে তাহলে তিনি লক্ষ লক্ষ মানুষকে ভ্যাকসিন নেওয়ার জন্য উৎসাহিত করতে পারবেন ৷ একটি ভাল ট্যাগলাইনের সঙ্গে নিজের টিকাকরণের ছবি শেয়ার করে সহজেই জিতে নিতে পারবেন ৫০০০ টাকা পুরস্কার ৷
My Gov India ট্যুইটে একটি লিঙ্ক শেয়ার করেছে, যেখানে আপনি নিজের ছবি শেয়ার করতে পারবেন ৷ ফটো শেয়ার করা জন্য এই লিঙ্কে ক্লিক করতে হবে- https://bit.ly/3sFLakx क्लिक करें.
প্রতি মাসে ১০টি সিলেক্টেড ট্যাগলাইনকে সরকারের তরফে ৫০০০ টাকা দেওয়া হবে ৷ আপনি ও আপনার পরিবারের কেউ ভ্যাকসিন নিয়ে থাকলে, টিকারকরণের উপকারিতা ও প্রয়োজন নিয়ে একটি ট্যাগলাইন লিখে ছবি শেয়ার করে দিন ৷
এই প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য সবচেয়ে প্রথমে myGov.in পোর্টালে যেতে হবে ৷ এখানে লগইন টু পার্টিসিপেট ট্যাবে ক্লিক করতে হবে ৷ এরপর রেজিস্ট্রেশন ডিটেলস ফিল আপ করতে হবে ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Corona vaccination, Corona Vaccine