#নয়াদিল্লি: পাঠানো হচ্ছিল কার কবে কখন ডিউটি ৷ সেই করতে গিয়েই ডিউটি সিডিউল পৌঁছল এয়ার ইন্ডিয়ার মৃত কর্মীদের কাছে ! তবে শুধু মৃত নয়, অবসরপ্রাপ্ত কর্মীরাও রয়েছেন তালিকায় ৷ তারও পেয়েছেন কাজের দায়িত্বের তালিকা ৷ অবাক করা কাণ্ডে রীতিমত ফাঁপড়ে রাষ্ট্রায়াত্ত বিমান সংস্থা ৷ যারা চাকরি ছেড়েছে, যাদের কর্মজীবন শেষ, তারা এই সূচী পেয়ে ঘাবড়ে গিয়েছেন ৷ কী এমন ঘটল যাতে তাদের কাছে পাঠানো হল এই সূচী ? আর মৃত ব্যক্তিদের কাছে এই ডিউটি রস্টার পৌঁছতে বেড়েছে ক্ষোভ ৷
আরও পড়ুন হেডমাস্টার শ্লীলতাহানি করেছে, সুইসাইড নোটে লিখল কিশোরী !
প্রশ্ন উঠছে কেন এমন ইমেল পাঠালো এয়ার ইন্ডিয়া ? জানা যাচ্ছে যান্ত্রিক ত্রুটির ফলেই হয়েছে এই গন্ডগোল ৷ তবে সেই সমস্যা মিটে গিয়েছে ৷ ভবিষ্যতে আর যেন এই ধরণের ভুল না হয়, তার দিকে নজর দিয়েছে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ ৷ ডিউটি ইমেল পাঠানো হয় ক্রু ম্যানেজমেন্ট সিস্টেম (CMS) মারফত ৷ একটি পুরনো CMS সংস্করণের ফলে এই মারাত্মক ভুল হয়েছে ৷ জানিয়েছে এয়ার ইন্ডিয়া ৷ তবে আপাতত সব ঠিক হয়েছে গিয়েছে, আশ্বস্ত করেছে এয়ার ইন্ডিয়া ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Air India, Technical Problem