উদয়পুর: রাজস্থানের লোক সংস্কৃতি অত্যন্ত প্রসিদ্ধ। দেশে বিদেশের বহু জায়গায় জনপ্রিয় রাজস্থানী সংস্কৃতি। সম্প্রতি উদয়পুরে মেওয়ার উৎসবে দেখা গেল এক অভিনব দৃশ্য। গণগৌর মেলার দ্বিতীয় দিনে ঐতিহ্যবাহী রাজস্থানা পোশাক পরে রাজস্থানী গানে নাচলেন বিদেশি শিল্পীরা। রাজস্থানী গানের এই অভিনব পারফরমেন্স নজর কেড়েছে সকলের।
পর্যটন দফতরের আধিকারিক শিখা সাক্সেনা জানান, যে মাত্র দুই ঘণ্টার প্রস্তুতিতেই রাজস্থানী নাচের স্টেপ শিখে নিয়েছেন এই বিদেশি পর্যটকরা। ঘূমর, কেসারিয়া বালামের মতো লোকগানে পারফরম্যান্স করেছেন তাঁরা। পাশাপাশি রাজস্থানী পোশাকগুলিও অনায়াসে বহন করেছেন এই বিদেশি পর্যটকরা।
আরও পড়ুন: আরও দ্রুত গতিতে ছুটবে ট্রেন! রেলযাত্রীদের জন্য বিরাট খবর, জেনে নিন বিস্তারিত
মেওয়ারে গণগৌর মেলা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অনুষ্ঠান। মেওয়ারের জেলা প্রশাসন ও জেলা পর্যটন দফতরের উদ্যোগে ৩ দিনের এই গণগৌর উৎসবের আয়োজন করা হয় । এই সময়ে অনেক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর পাশাপাশি শহরের বিভিন্ন সমাজের গণগৌর নিয়ে আসা হয় গণগৌর ঘাটে। এই গণগৌর উৎসব দেখতে হাজার হাজার নগরবাসী ও বিদেশি পর্যটক এখানে আসেন।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Rajasthan