#কলকাতা: পুজো ও মহরমে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার বার্তা মুখ্যমন্ত্রী। গতবারের মতো এবারও মহরমের দিন বিসর্জন হবে না। পরিবর্তে লক্ষ্মীপুজোর আগের দিন পর্যন্ত বিসর্জন চলবে। দুই সম্প্রদায়ের উৎসব ঘিরে যাতে অশান্তি না বাধে তা নিয়েও সতর্কবার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
দুই সম্প্রদায়ের দুটি বড় উৎসব। আর তাকে ঘিরেই সতর্ক রাজ্য প্রশাসন। বিজয়া দশমীর পরের দিনই মহরম। পরিস্থিতি আঁচ করে সতর্ক থাকতে বলা হয়েছে কলকাতা পুলিশকে। বিসর্জনের দিনও নির্দিষ্ট করে দেওয়া হয়েছে।
যুব বিশ্বকাপের ফাইনালের কথা মাথায় রেখে মুখ্যমন্ত্রীর নির্দেশ,
- ৫ অক্টোবরের মধ্যে খুলতে হবে পুজো প্যান্ডেল- খুলে ফেলতে হবে সমস্ত হোর্ডিং ও ফ্লেক্স
রাজ্যে নানা উৎসবকে ঘিরে মাঝে মাঝেই শক্তিপরীক্ষায় নেমেছে বিজেপি। রামনবমী ও হনুমান জয়ন্তীতে অস্ত্রমিছিলও দেখেছে রাজ্য। তা নিয়ে বিজেপির নাম না করে সতর্কবার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। দুই সম্প্রদায়ের উৎসব ঘিরে রাজনৈতিক উসকানি নিয়েও সতর্ক করে দিয়েছেন তিনি।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বলেন,
ক্লাব ও মহরম কমিটির সঙ্গে সমন্বয় রাখতে পুলিশকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। নেতাজি ইন্ডোরে পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠকে সব সম্প্রদায়কেই উৎসবের আগাম শুভেচ্ছা জানিয়েছেন তিনি।