#AmitShahToNews18: সারা বিশ্বে মন্দার জেরেই ধীরে চলছে দেশের অর্থনীতি: অমিত শাহ

#AmitShahToNews18: সারা বিশ্বে মন্দার জেরেই ধীরে চলছে দেশের অর্থনীতি: অমিত শাহ

বর্ষার কারণে এবার কৃষি থেকে ভাল লাভ হবে। তার জেরেই চাঙ্গা হবে ভারতীয় অর্থনীতি।

  • Share this:

#নয়াদিল্লি: সারা বিশ্বে মন্দার জেরেই ধীরে চলছে দেশের অর্থনীতি। নিউজ ১৮ নেটওয়ার্ককে দেওয়া সাক্ষাৎকারে মন্তব্য বিজেপি সভাপতি অমিত শাহের। বর্ষার কারণে এবার কৃষি থেকে ভাল লাভ হবে। তার জেরেই চাঙ্গা হবে ভারতীয় অর্থনীতি। নিউজ18 এডিটর-ইন-চিফ রাহুল জোশীকে দেওয়া সাক্ষাৎকারে মন্তব্য বিজেপি সভাপতি অমিত শাহের।

বিশ্বজুড়ে মন্দার জেরে ভারতের অর্থনীতির উপরও পড়েছে ৷ আগে দেখতে হবে বিশ্বের ১০টি বড় অর্থনীতি কী অবস্থা ৷ তাদের জিডিপি কতটা এবং কত শতাংশ পড়েছে ৷ তারপর ভারতের অর্থনীতি কতটা পড়েছে সেটার তুলনা করা উচিৎ ৷ তাহলেই বোঝা যাবে ভারতের পারফরম্যান্স ৷

এছাড়া তিনি আরও বলেছেন যে অর্থমন্ত্রী এই বিষয়ে বিভিন্ন অর্থনীতিবিদ, সিএ ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেছেন ৷ বিভিন্ন রকমের পদক্ষেপ নেওয়া হচ্ছে ৷ আগামী দিনে শীঘ্রই পরিস্থিতির উন্নতি হবে বলে মনে করা হচ্ছে ৷

First published: 02:47:04 PM Oct 17, 2019
পুরো খবর পড়ুন
अगली ख़बर