• Home
 • »
 • News
 • »
 • national
 • »
 • মহার্ঘ পেট্রোল তাই বাইক বেচে ঘোড়া কিনলেন দুধওয়ালা !

মহার্ঘ পেট্রোল তাই বাইক বেচে ঘোড়া কিনলেন দুধওয়ালা !

নিজস্ব চিত্র

নিজস্ব চিত্র

মহার্ঘ পেট্রোল। তাই বাইক বেচে ঘোড়া কিনেছেন দুধওয়ালা। ঘোড়ার পিঠে চড়েই বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছেন মোষের টাটকা দুধ।

 • Share this:

  #মুম্বই: মহার্ঘ পেট্রোল। তাই বাইক বেচে ঘোড়া কিনেছেন দুধওয়ালা। ঘোড়ার পিঠে চড়েই বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছেন মোষের টাটকা দুধ। দেখুন মহারাষ্ট্রের পাণ্ডুরং ভিসের কাণ্ড।

  আরও পড়ুন: মহেশতলা উপনির্বাচনে সবুজ ঝড়, বাম-কংগ্রেস জোটকে পিছনে ফেলে দ্বিতীয় স্থানে বিজেপি মুম্বই থেকে ঘোলপ ধসই গ্রামের দূরত্ব প্রায় ১২০ কিলোমিটার। গ্রামের বাসিন্দা পাণ্ডুরং ভিসে পেশায় দুধ বিক্রেতা। বাড়িতে মোষ রয়েছে দুটি। রয়েছে এক চিলতে একটা দোকানও। কখনও দোকানে, আবার কখনও মোটরবাইকে চড়ে বাড়ি বাড়ি দুধ বেচেন তিনি। বেচেন না, বলা ভাল বেচতেন। তাতেই চলে সংসার। গত কয়েক দিনে পেট্রোলের দাম বেড়েছে চড়চড়িয়ে। পাণ্ডুরং বুঝেছেন, তাঁর পক্ষে অন্তত বাড়তি দামের বোঝা বওয়া সম্ভব নয়। তাই মোটরবাইক বেচে সেই টাকাতেই কিনেছেন ঘোড়া। ঘোড়ায় চড়েই দিব্য চালাচ্ছেন দুধের ব্যবসা।

  আরও পড়ুন: একনজরে দেখে নিন একাধিক রাজ্যে উপনির্বাচনের ফল দুর্মূল্যের বাজারে রুটিরুজি বাঁচাতে অভিনব সিদ্ধান্ত নিয়েছেন পাণ্ডুরং। তাঁর দাবি, ঘোড়ার ঘাসের খরচ বাইকের পেট্রোলের তুলনায় অনেক কম। ফলে ব্যবসায় মুনাফা বেড়েছে। টক অফ দ্য টাউন এখন পাণ্ডুরংই।

  আরও পড়ুন: সাম্প্রদায়িক সম্প্রীতির নজির, রীতি মেনেই হিন্দু বৃদ্ধের সৎকার করলেন মুলসলিমরা

  First published: