Home /News /national /

মিলল না হেলিপ্যাডের অনুমতি, কাল শিলিগুড়িতে সভা বাতিল রাহুলের

মিলল না হেলিপ্যাডের অনুমতি, কাল শিলিগুড়িতে সভা বাতিল রাহুলের

Photo Collected

Photo Collected

 • Share this:

  #শিলিগুড়ি: শেষ পর্যন্ত শিলিগুড়িতে বাতিল হচ্ছে রাহুল গান্ধির সভা৷ সভার অনুমতি আগেই চাওয়া হয়েছিল জেলা প্রশাসনের কাছে৷ কিন্তু তা নিয়ে টালবাহানা করছিল প্রশাসন এমনই অভিযোগ কংগ্রেসের৷ বেশ কিছু বিষয় উল্লেখ করে শেষ পর্যন্ত হেলিপ্যাডের জন্য মাঠ দেওয়া গেল না৷ যার ফলে আগামিকাল অর্থাৎ রবিবার শিলিগুড়িতে যে সভা হওয়ার কথা ছিল কংগ্রেস সভাপতির, তা হচ্ছে না৷

  এর ফলে কংগ্রেস কর্মী সমর্থকদের উৎসাহে ভাটা পড়বে বলেই মত অনেকের৷ প্রশাসনের এমন সিদ্ধান্তে রীতিমত ক্ষুব্ধ দার্জিলিং আসনের কংগ্রেস প্রার্থী শঙ্কর মালাকার৷ প্রশাসন পক্ষপাত দুষ্ট আচরণ করছে, এমনই অভিযোগ করেছেন তিনি৷ এছাড়াও কার্শিয়ং-এ অভিনেত্রী নাগমার সভার অনুমতিও দেওয়া হয়নি বলে অভিযোগ৷

  আরও পড়ুন রাহুল গান্ধির 'ডিগ্রি' নিয়ে প্রশ্ন জেটলির, কীভাবে M.A না করেই M. Phil পেলেন রাহুল?

  আগামী ১৮ই এপ্রিল পশ্চিমবঙ্গে দার্জিলিং সহ জলপাইগুড়ি ও রানিগঞ্জে ভোট রয়েছে৷ যাকে কেন্দ্র করেই শিলিগুড়িতে আসার কথা ছিল রাহুলের৷

  First published:

  Tags: Darjeeling S25p04, Elections 2019, Lok Sabha elections 2019, West Bengal Lok Sabha Elections 2019

  পরবর্তী খবর