#কলকাতা: এই সময় আকাশপথে অন্তত বেশ কয়েকটা বিমান দেখা যায়৷ কিন্তু শুক্রবার চিত্রটা একেবারেই উল্টো৷ কলকাতার আকাশপথ একেবারেই ধুধু করছে৷ একটিও বিমানের দেখা নেই৷ একটি বিমানই রয়েছে কলকাতা ও ওড়িশার আকাশপথে৷ তবে সেটি ঢাকা থেকে সারজার বিমান৷ ফণীর কারণে ইতিমধ্যেই কলকাতা বিমানবন্দরে বিমান ওঠা-নামা বন্ধ হয়েছে৷ বহু বিমান বাতিল হয়েছে৷
আরও পড়ুনবিপদে পড়লে আমার বাড়ি থাকতে পারেন! ফণী ঘিরে শহরবাসীর মানবিক বার্তা
কোনও রকম ঝুঁকি নিতে চাইনি বিমান কর্তৃপক্ষগুলি৷ তাই আগে থেকেই জানিয়ে দেওয়া হয়েছিল যে সব বিমান বাতিল৷ প্রয়োজন মতো টাকাও ফিরিয়ে দেওয়া হবে যাত্রীদের৷ তবে তার জন্য অপেক্ষারত বিমানযাত্রীরা বিক্ষোভও দেখিয়েছে৷ আপাতত কলকাতা বিমানবন্দরে সব বিমান ওঠানামা বন্ধ৷ সারসার দিয়ে দাঁড়িয়ে রয়েছে বিমানগুলি৷