হোম /খবর /দেশ /
স্কুলে বসে মদ্যপান,পড়ুয়াকে নির্দেশ পোশাক খুলে দাঁড়ানোর,‘শিক্ষকের’ Viral Video

স্কুলে বসে দেদার মদ্যপান, পড়ুয়াকে নির্দেশ পোশাক খুলে দাঁড়ানোর, ‘শিক্ষকের’ Viral Video

At least one student said he was asked by the teacher to strip as punishment.-Photo- Video grab

At least one student said he was asked by the teacher to strip as punishment.-Photo- Video grab

স্কুলের মধ্যেই অশ্লীল ব্যবহার করত এ কেমন শিক্ষক!!!

  • Last Updated :
  • Share this:

#বিশাখাপত্তনম: অন্ধ্রপ্রদেশের সরকারি স্কুলের শিক্ষক ক্লাসের মধ্যেই কেলেঙ্কারি কাণ্ড ঘটিয়ে ফেললেন৷ ক্লাস বসেই মদ্যপান এবং পড়ুয়ার সঙ্গে অসভ্যতার ঘটনা ঘটিয়ে ফেললেন সেই অভিযুক্ত৷ তার এই লজ্জার কাজের ভিডিও সম্প্রতি নানা মহলে ভাইরাল হয় , তা পৌঁছয় প্রশাসনিক দফতর অবধি ৷ তারপরেই নেমে আসে শাস্তির খাঁড়া৷ সাসপেন্ড করে দেওয়া হল শিক্ষককে৷ এক পড়ুয়া অভিযোগ করেছে মদ্যপ শিক্ষক তাকে শাস্তি হিসেবে পোশাক খুলে ফেলতে নির্দেশ দিয়েছিলেন৷

কৃষ্ণা জেলার পালক মন্ডলের কৃষ্ণপুরমে স্কুলের শিক্ষক কে কোটেশ্বর রাওকে মন্ডল পরিষদ সাসপেন্ড করেছে৷ শিক্ষক মদ্যপ অবস্থায় স্কুলে এসেছিল তারওপর আবার ক্লাসের মধ্যে বসেই মদ খাচ্ছিল অভিযুক্ত শিক্ষক৷

সম্প্রতি যে ভিডিও সোশ্যাল মিডিয়ায় (social media) ও মেসেজিং অ্যাপে ভাইরাল হয়েছে সেখানে দেখা যাচ্ছে মিস্টার রাও স্কুলের স্টাফরুমে বসে খাবার খাচ্ছে পাশে টেবলে রাখা হয়েছে একটি মদের বোতল৷ সেই অবস্থায় ওই শিক্ষক একজন অভিভাবককে যা তা কথা বলছেন কারণ সেই অভিভাবক তাকে কোনও একটা প্রশ্ন এসেছিল৷

সেই অভিভাবক যখন তাকে বলেন যে তিনি এই ঘটনার ভিডিও রেকর্ডিং করবেন তখনও হম্বিতম্বি জারি থাকে তাঁর৷ সেই মহিলার সামনে নিজের পোশাক খুলে ফেলার প্রস্তাব দিয়েছিল ওই শিক্ষক৷ এটাই একমাত্র ঘটনা নয়৷ এর আগে নিজের পড়ুয়াকে পোশাক খুলে ফেলার কু প্রস্তাব দিয়েছিল৷

পড়ুয়ারা জানিয়েছে ওই শিক্ষক নিয়মিত মদের বোতল অফিসের টয়লেটে কিম্বা আলমারিতে লুকিয়ে রাখত৷ আর মদ থেকে যখন মত্ত হয়ে যেত তখন স্কুলের মধ্যেই অশ্লীল ব্যবহার করত৷

শিক্ষকের এই ব্যবহারে অভিভাবকদের একটা বড় অংশ অসহিষ্ণু হয়ে এই ভিডিও তৈরির ব্যবস্থা করে৷ তারপর সেই ভিডিও শিক্ষা দক্ষতরের কাছে পাঠিয়ে দেওয়া হয়৷ পরিবারের মতে এই সব চোখের সামনে দেখায় পড়ুয়াদের মধ্যে অত্যন্ত কুপ্রভাব পড়েছে৷ অভিযুক্ত শিক্ষকের কাছ থেকে পুরো বিষয়টির কারণ দর্শাতে বলা হয়েছ৷

Published by:Debalina Datta
First published:

Tags: Andhra Pradesh, Viral Video