#নয়াদিল্লি: সোমবার গান স্যালুটে দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদের শপথ নেবেন রাষ্ট্রপতি-নির্বাচিত দ্রৌপদী মুর্মু৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে খবর, সোমবার সকাল ১০.১৫-এ সংসদের কেন্দ্রীয় হলে অনুষ্ঠিত হবে এই অনুষ্ঠান৷ যেখানে ভারতের প্রধান বিচারপতি এনভি রামানা তাঁকে শপথবাক্য পাঠ করাবেন। ২১ বন্দুকের স্যালুটের রাষ্ট্রপতি ভাষণ দেবেন।
অনুষ্ঠানের আগে বিদায়ী রাষ্ট্রপতি এবং নবনির্বাচিত রাষ্ট্রপতি আনুষ্ঠানিক শোভাযাত্রায় সংসদে পৌঁছাবেন। উপ-রাষ্ট্রপতি ও রাজ্যসভার চেয়ারম্যান এম ভেঙ্কাইয়া নাইডু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, লোকসভার স্পিকার ওম বিড়লা, মন্ত্রী পরিষদের সদস্যরা, রাজ্যপাল, মুখ্যমন্ত্রী, সংসদ সদস্য এবং প্রধান বেসামরিক ও সামরিক কর্মকর্তা প্রমুখরা সরকারের পক্ষ থেকে অনুষ্ঠানে থাকবেন। সংসদের কেন্দ্রীয় হলে অনুষ্ঠানের সমাপ্তির পরে রাষ্ট্রপতি ভবনের উদ্দেশে রওনা হবেন রাষ্ট্রপতি, সেখানে তাঁকে আন্তঃসেবামূলক গার্ড অব অনার দেওয়া হবে৷
আরও পড়ুন- কোনও কাজ করেননি: ত্রিপুরায় শিক্ষামন্ত্রীকে সরানোর দাবি! প্রকাশ্যে বিজেপির ফাটল
আরও পড়ুন- "বুকে পাথর রেখে" একনাথ শিন্ডেকে মুখ্যমন্ত্রী করেছে দল: মহারাষ্ট্র বিজেপির প্রধান
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Draupadi Murmu