#লক্ষৌ: উত্তরপ্রদেশের রাস্তা স্থানীয়দের কাছে এখন ত্রাস ৷ গত ছয় মাসে এই রাস্তাতেই মারা গিয়েছে এক ডজন তরতাজা প্রাণ ৷ এর মধ্যে গত এক সপ্তাহেই মারা গিয়েছে ছয়টি শিশু ৷ অজানা ঘাতক কুকুরের কামড়ে প্রাণ হারিয়েছে সীতাপুরের ছয় শিশু ৷ এ বার সেই কুকুর চিনতে ড্রোন নামাল সীতাপুর পুলিশ ৷ রাস্তার সিসিটিভি ক্যামেরায় ঘাতক কুকুরটিকে দেখা গেলেও এখনও সনাক্ত করা যায়নি তাকে ৷ এ দিকে উত্তরোত্তর বেড়েই চলেছে মৃত্যুর হার ৷ স্থানীয় স্কুলে শিশু উপস্থিতির হার কমছে উল্লেখযোগ্যভাবে ৷ আতঙ্কের পরিস্থিতি তৈরি হয়েছে এলাকায় ৷
আরও পড়ুন: ঘুরতে এসে আর ফেরা হল না, কাশ্মীরে পাথর হামলায় মৃত দক্ষিণী পর্যটক
উত্তরপ্রদেশ পুলিশের ডিরেক্টর জেনারেল ওপি সিং সম্প্রতি জানিয়েছেন, কুকুর চিহ্নিত করতে পুলিশের একটি স্পেশ্যাল টিম তৈরি করা হয়েছে ৷ প্রতিটি দলকে নাইট বাইনোকুলার লাগানো অত্যাধুনিক ড্রোন দেওয়া হয়েছে ৷ যাতে যত শীঘ্র সম্ভব ঘাতককে সনাক্ত করা যয় ৷ পুলিশের অনুমান, আশেপাশের ২০টি গ্রামের মধ্যেই রয়েছে কুকুরটি ৷ সীতাপুরের পুলিশ সুপার আনন্দ কুলকার্নি জানান, কুকুর নিধনে বিপর্যয় মোকাবিলা দফতরের থেকে সাহায্য নেওয়া হবে ৷